আহমদ বিলাল খান: রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের ইজারাকৃত দুটি পুকুরে চারশত কেজি মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।
মঙ্গলবার (২৯ জুলাই) সকালে জেলা পরিষদের হ্যাচারি এলাকায় মাছের পোনা অবমুক্ত করা হয়। জেলা পরিষদের সদস্য মো. হাবীব আজমের উদ্বোধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাঙ্গামাটি জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশীদ মামুন, স্থানীয় তরুণ উদ্যোক্তা শাহীন আলম, মো. হানিফ, মো. আব্দুল মান্নান, জ্ঞানো চাকমা, হুমায়ুন কবির প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে মামুনুর রশীদ মামুন বলেন, হাসপাতাল এলাকা, মোল্লা পাড়া ও হ্যাচারি এলাকার তরুণ ও যুবকরা মিলে মৎস্য চাষের যে উদ্যােগ নিয়েছে এটি ভালো দিক, সমাজে অনুকরণীয়। এভাবে বেকার যুবকরা বিভিন্ন উদ্যােগ গ্রহণ করলে সমাজে কেউ বেকার থাকবে না, আত্মকর্মসংস্থানের মাধ্যমে স্বাবলম্বী হবে।
জেলা পরিষদের সদস্য মো. হাবীব আজম বলেন, সমাজে যে যার জায়গা থেকে উদ্যােগ নিলে কেউ বেকার থাকবে না, এতে করে সমাজে অপরাধ প্রবণতা কমবে, মানুষের বিভিন্ন ভাবে কর্মসংস্থান হবে।
রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ দুটি পুকুর লীজ দেওয়ার মাধ্যমে বেকার যুবকদের একটি কর্মসংস্থানের ক্ষেত্র তৈরি করে দিলো। এই পুকুরে মৎস্য চাষ করার মাধ্যমে এলাকার তরুন ও যুবক সমাজ স্বাবলম্বী হবে এটি আমাদের জন্য অত্যন্ত গর্বের বিষয়।
এছাড়াও মৎস্যজীবীদের পক্ষে তরুণ উদ্যোক্তা শাহীন আলম বক্তব্য রাখেন।