তাজিদুল ইসলাম: সুনামগঞ্জের ছাতকে জনকল্যাণ সোসাইটি চরমহল্লা ইউপির শাখার পক্ষ থেকে অসহায় ব্যক্তিদের কে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।
শুক্রবার (২১ ডিসেম্বর) রাত ৭ ঘটিকায় ইউনিয়নের কামরাঙ্গীঁ ও আহারগাঁও গ্রামের দুটি পরিবারকে আর্থিক অনুদান দেওয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন জনকল্যাণ সোসাইটি চরমহল্লা ইউপির উপদেষ্টা হাজী ইব্রাহিম আলী, সংগঠনের সভাপতি ইকবাল হুসাইন তামিম, সাংবাদিক তাজিদুল ইসলাম, সোসাইটির সাংগঠনিক সম্পাদক ফয়সল আহমদ জাকারিয়া, অর্থ সম্পাদক মোহাম্মদ আলী, সুমন আহমেদ জয়, আব্দুল কাইয়ুম, জবর আলী সহ আরও প্রমূখ উপস্থিত ছিলেন।
সোসাইটির দায়িত্বশীলরা বলেন সংগঠনের প্রবাসী সদস্যরা প্রতিনিয়ত সামাজিক কাজে আর্থিক সহযোগিতা করে যাচ্ছেন। তারা আরও বলেন অসহায় মানুষের পাশে আছি, এবং ভবিষ্যতে থাকবো এবং চরমহল্লা ইউনিয়নের কোনো পরিবার যদি আর্থিক অসচ্ছলতায় ভুগে আমরা তার পাশে দাঁড়াবো। দেশ-বিদেশ সবার কাছে সোসাইটির সদস্যরা সার্বিক সহযোগিতা ও দোয়া চেয়েছেন।