মাহফুজ কাউসার ছাদি: সিলেট-ঢাকা রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইনস কর্তৃপক্ষ নতুন ভাড়া কাঠামো ঘোষণা করলেও বাস্তবে যাত্রীদের কাছ থেকে তার প্রায় দ্বিগুণ অর্থ আদায় করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে।
গত ২৮ নভেম্বর এয়ারলাইনসের পুনর্নির্ধারিত ভাড়া কাঠামো অনুযায়ী, সিলেট-ঢাকা রুটে সর্বনিম্ন ভাড়া নির্ধারণ করা হয়েছে ২ হাজার ২৪ টাকা (ট্যাক্সসহ ৩ হাজার ১৯৯ টাকা) এবং সর্বোচ্চ ভাড়া ৭ হাজার ২৪ টাকা (ট্যাক্সসহ ৮ হাজার ১৯৯ টাকা)। যাত্রীসেবা উন্নয়ন ও বাজার পরিস্থিতি বিবেচনায় এই ভাড়া নির্ধারণ করা হয়। কিন্তু একাধিক ভুক্তভোগীর দাবি, বিমানের টিকেট কাউন্টার ও বিভিন্ন এজেন্টের তাদের কাছ থেকে ১১ হাজার থেকে ১২ হাজার টাকা পর্যন্ত ভাড়া নিচ্ছে।
ভুক্তভোগীদের এই অভিযোগের সত্যতা মিলেছে বিমান টিকেট বিক্রির বিশ্বস্ত ওয়েবসাইট গোজায়ান (Gozayan)-এ। ওয়েবসাইটে ঢাকা-সিলেট রুটের বিমান ভাড়া দেখানো হচ্ছে ১১,৭০০ টাকা, যা সরকারি সর্বোচ্চ ভাড়ার চেয়ে প্রায় সাড়ে তিন হাজার টাকা বেশি। উল্লেখ্য, সিলেট বিভাগের বৃহত্তর জনগোষ্ঠী প্রবাসী এবং তাদের পাঠানো রেমিট্যান্স দেশের অর্থনীতির একটি প্রধান চালিকাশক্তি। এই প্রবাসীরা দীর্ঘদিন ধরে বিমান ভাড়া নিয়ে অসঙ্গতি ও বাড়তি অর্থ আদায়ের অভিযোগ করে আসছেন। বিমান কর্তৃপক্ষ একাধিকবার নিয়মকানুন পুনর্নির্ধারণ ও সমস্যা সমাধানের কথা বললেও বাস্তবে কোনও ইতিবাচক পরিবর্তন আসেনি বলে তাদের দাবি। এ নিয়ে প্রবাসী মহলে ক্ষোভ ও হতাশা বিরাজ করছে।



