মোঃ তাজিদুল ইসলাম: সুনামগঞ্জের ঐতিহ্যবাহী কুস্তি খেলাকে কেন্দ্র করে দুই সংগঠনের মধ্যে চলমান দ্বন্দ্ব অবশেষে মীমাংসার মাধ্যমে শেষ হয়েছে। স্থানীয় সুশীল সমাজ ও গণ্যমান্য ব্যক্তিদের উদ্যোগে আয়োজিত এক বৈঠকে উভয় পক্ষ অতীতের সব মতপার্থক্য ভুলে এক হওয়ার অঙ্গীকার করেছে।
বুধবার (২৭ আগস্ট) দুপুরে জেলার গৌরারং ইউনিয়নের ইসলামগঞ্জ ডিগ্রি কলেজে এ বৈঠক অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর নুরুজ আলী। এ সময় দুই পক্ষের নেতৃবৃন্দ, সাবেক কুস্তিগির, শতাধিক টিম লিডারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
বৈঠকে তিন দফা সিদ্ধান্ত গৃহীত হয়—
উভয় সংগঠন একত্রে কুস্তি প্রতিযোগিতা আয়োজন করবে। পূর্ববর্তী আর্থিক হিসাব-নিকাশ সভাপতি ও সাধারণ সম্পাদক থেকে সংগ্রহ করে যাচাই করা হবে।
উভয় পক্ষ বসে নতুনভাবে পূর্ণাঙ্গ কমিটি গঠন করবে।
সভায় উপস্থিত গণ্যমান্য ব্যক্তিরা বলেন, “কুস্তি এই অঞ্চলের প্রাণের খেলা, একে বিভক্ত করা উচিত নয়।” অন্যদিকে সংগঠনের নেতৃবৃন্দও প্রতিশ্রুতি দেন, ভবিষ্যতে উন্মুক্ত খেলার আয়োজন হবে এবং সামাজিক সম্প্রীতি বজায় রাখা হবে।
বৈঠক শেষে উভয় পক্ষ একে অপরের সঙ্গে করমর্দন করে অতীতের দ্বন্দ্ব ভুলে নতুন সূচনার প্রতিশ্রুতি দেন। পরিশেষে অতিথিদের আপ্যায়নের মাধ্যমে বৈঠক শেষ হয়।