স্টাফ রিপোর্টার: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিস্তারিত রোডম্যাপ প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। মোট ২৪ ধাপে ভোট আয়োজনের কর্মপরিকল্পনা প্রণয়ন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ এ কর্মপরিকল্পনা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন।
তিনি জানান, এবার তিন দফায় ভোটার তালিকা প্রকাশ করা হবে এবং আগামী নভেম্বরেই চূড়ান্ত তালিকা হাতে পাওয়া যাবে। পাশাপাশি প্রতি বুথে সর্বোচ্চ ৬০০ পুরুষ ও ৫০০ নারী ভোটার রাখার পরিকল্পনা করছে কমিশন।
তফসিল ঘোষণার প্রসঙ্গে তিনি বলেন, ভোটের অন্তত ৬০ দিন আগে তফসিল ঘোষণা করা হবে। এর আগে আইনশৃঙ্খলা-সংক্রান্ত সব কাজ তফসিল ঘোষণার ১৫ দিন আগে শেষ করার উদ্যোগ নেওয়া হচ্ছে। প্রয়োজনে কর্মপরিকল্পনায় নতুন সংযোজনও হতে পারে।
ভোটকেন্দ্রের সীমানা বিষয়ে তিনি জানান, শুনানির ভিত্তিতে তথ্য যাচাই চলছে। আগামী ১৫ সেপ্টেম্বরের মধ্যে চূড়ান্ত সীমানা প্রকাশ করা হবে এবং ৩০ সেপ্টেম্বর জিআইএস ভিত্তিক ভৌগলিক মানচিত্র প্রকাশের পরিকল্পনা রয়েছে।
সিসি ক্যামেরা ও বডি ক্যামেরা প্রসঙ্গে তিনি বলেন, বিষয়টি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে সম্পর্কিত এবং ইসির সরাসরি দাবি নয়। পাশাপাশি তিনি জানান, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং অপতথ্য মোকাবিলা করা এখন বড় চ্যালেঞ্জ। সবচেয়ে বড় বিষয় হলো, ভোটারদের জন্য নির্ভয়ে ভোটদানের পরিবেশ নিশ্চিত করা।