গাজীপুরের কালিয়াকৈরে বিজয়া দশমীর বিসর্জন উপলক্ষে তুরাগ নদীতে ইঞ্জিনচালিত নৌকা ডুবে দুই শিশু নিখোঁজ হয়েছে। বৃহস্পতিবার (২ অক্টোবর) সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সন্ধ্যার দিকে বিজয়া দশমীর সময় তুরাগ নদীতে দুটি ইঞ্জিনচালিত নৌকার মধ্যে সংঘর্ষ হয়। এতে একটি নৌকা উল্টে নদীতে ডুবে যায়। নৌকাটিতে শিশুসহ প্রায় ১৮-২০ জন যাত্রী ছিলেন। তাদের মধ্যে অধিকাংশ সাঁতরে তীরে উঠলেও দুই শিশু নিখোঁজ থাকে।
নিখোঁজ শিশুদের নাম তন্ময় ও অঙ্কিতা। তারা কালিয়াকৈর উপজেলার দক্ষিণ হিজলতলী গ্রামের বাসিন্দা।
দুর্ঘটনার খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাওছার আহাম্মেদ, ফায়ার সার্ভিস ও পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করে। এখনো শিশু দু’জনকে উদ্ধারে অভিযান চলছে বলে জানিয়েছেন ইউএনও