Shopping cart

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নিয়ে ড. মিজানুর রহমান আজহারীর স্ট্যাটাস ভাইরাল।

অক্টোবর ৩০, ২০২৪

ছবি সংগ্রহীত

ছবি সংগ্রহীত

নিউজ ডেস্ক: ইসলামিক আলোচক ড. মিজানুর রহমান আজহারী কর্তৃক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট দেওয়ার সঙ্গে সঙ্গেই এটি ভাইরাল হয়ে যায়।

বুধবার নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে ‘(জাহাঙ্গীরনগর মুসলিম বিশ্ববিদ্যালয়’) লিখে স্ট্যাটাস দিয়েছেন মিজানুর রহমান আজহারী, নিমিষেই পোস্টটি ভাইরাল হয়ে যায়। আজ বুধবার বিকেল ৪টা ৩ মিনিটে তিনি স্ট্যাটাসটি দেন। এখন পর্যন্ত পোস্টটিতে দুই লাখ ৫০ হাজার রিঅ্যাক্ট পড়েছে। মন্তব্য পড়েছে ২০ হাজারের বেশি ও শেয়ার হয়েছে ৬ হাজারের বেশি।

এর আগে, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল জাহিদুল ইসলাম এক ফেসবুক স্ট্যাটাসে বলেন, এ ভূখণ্ডে বিভিন্ন নাম থেকে ‌‘ইসলাম’ ও ‘মুসলিম’ শব্দ মুছে দেওয়ার অন্যতম ভিকটিম- ‘জাহাঙ্গীরনগর মুসলিম বিশ্ববিদ্যালয়’।

উল্লেখ্য, ১৯৭০ সালের ২০ আগস্ট তৎকালীন সরকার এক অর্ডিন্যান্সের মাধ্যমে রাজধানী ঢাকার পূর্ব নাম জাহাঙ্গীরনগরের সঙ্গে মিলিয়ে জাহাঙ্গীরনগর মুসলিম বিশ্ববিদ্যালয় নামকরণ করেন। মুসলিম বিশ্ববিদ্যালয় নামে এটি ছিল দেশের প্রথম ও একমাত্র আবাসিক বিশ্ববিদ্যালয়। এরপর ১৯৭১ সালের ১২ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন হয়। ১৯৭৩ সালে বিশ্ববিদ্যালয় অ্যাক্ট পাস হলে ‌‘মুসলিম’ শব্দ বাদ দিয়ে বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় রাখা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *