Shopping cart

প্রবাসে থেকেও ছাতক-দোয়ারার মানুষের পাশে যুক্তরাজ্য প্রবাসী ড.জয়নাল আবেদীন

জুলাই ৩১, ২০২৫

প্রবাসে থেকেও ছাতক-দোয়ারার মানুষের পাশে যুক্তরাজ্য প্রবাসী ড.জয়নাল আবেদীন।

প্রবাসে থেকেও ছাতক-দোয়ারার মানুষের পাশে যুক্তরাজ্য প্রবাসী ড.জয়নাল আবেদীন।

দোয়ারাবাজার (সুনামগঞ্জ) থেকে: প্রবাসে থেকেও দেশের মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন ড.জয়নাল আবেদীন নামে এক যুক্তরাজ্য প্রবাসী।

তিনি সব সময় দেশের মানুষের খোজঁখবর রাখাসহ এলাকাবাসীদের যাবতীয় বিপদে আপদে তাদের সাহায্য সহযোগিতা করে থাকেন।

দোয়ারাবাজার উপজেলার দোহালিয়া ইউনিয়নের গোয়ারাই গ্রামে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে বক্তরা এসব কথা বলেন।

তারা বলেন, ড.জয়নাল আবেদীন ১৯৮১ সালে ছাতক উপজেলার দোলারাবাজার ইউনিয়নের আইয়ুব নগর গ্রামে জন্মগ্রহণ করেন।পরে দেশে স্নাতক শেষ করে ২০০০ সালে জীবিকার তাগিদে যুক্তরাজ্যে পাড়ি জমান। পরে যুক্তরাজ্যের একটি ইউনিভার্সিটি থেকে মাষ্টার্স এবং ডক্টরেট ডিগ্রি অর্জন করেন।

দীর্ঘদিন যুক্তরাজ্যের বিভিন্ন প্রতিষ্ঠানে ন্যায় ও নীতির সাথে কাজ করেছেন। তার কর্মদক্ষতায় তিনি যুক্তরাজ্যের বিভিন্ন ক্ষেত্রে পুরস্কারে ভুষিত হয়েছেন।

ড. জয়নাল আবেদীন নিজ ব্যক্তি ও পারিবারিক অর্থায়নে ছাতক ও দোয়ারাবাজার দুই উপজেলায় তার বাবা মরহুম আইয়ুব আলী’র নামে বেশ কয়েকটি মসজিদ নির্মান করে আলোচনায় আসেন। তিনি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, মাদ্রাসা ও মসজিদে আর্থিক সহযোগিতা করাসহ এলাকার অসহায়, নিম্ন আয়ের ও চিকিৎসা বঞ্চিত মানুষদের সহযোগিতা করে যাচ্ছেন।

দেশের বাহির থেকে মোবাইল ফোনে ড.জয়নাল আবেদীন প্রতিবেদককে জানান, দান, যাকাত ডান হাতদিয়ে দিলে বাম হাত জানবেনা। আমিও ঠিক তেমনি অতি গোপনে বাংলাদেশের অসহায় গরীব মানুষকে যতটুকু সম্ভব সাহায্য সহযোগিতা করে যাচ্ছি। কিন্তু আমার একার সহযোগিতায় তো দেশের সব অসহায় ও নিম্ন আয়ের মানুষের পাশে দাঁড়ানো সম্ভব হবেনা।তাই বর্তমান যোগ অনুযায়ী একটা সহযোগিতা করলে তা প্রচার হলে অন্যমানুষদের আগ্রহ বাড়ে এবং অসহায় মানুষরা আরোও বেশি সহযোগিতা পায়। সবার সম্মিলিত সহযোগিতায় দেশের মানুষের কল্যাণকর কাজ করা সম্ভব হবে।

আমি দেশে ফিরে অসহায় গরীব মানুষদের পাশে থেকে বাকি জীবনটা কাটিয়ে দিতে চাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *