Shopping cart

পাথারিয়া ইউনিয়নে ভিজিডির চাল বিতরণ শুরু, ২৫০ কার্ডধারী পাবেন ১৫০ কেজি করে চাল

মে ৩১, ২০২৫

পাথারিয়া ইউনিয়নে ভিজিডির চাল বিতরণ শুরু, ২৫০ কার্ডধারী পাবেন ১৫০ কেজি করে চাল

পাথারিয়া ইউনিয়নে ভিজিডির চাল বিতরণ শুরু, ২৫০ কার্ডধারী পাবেন ১৫০ কেজি করে চাল

শান্তিগঞ্জ সংবাদদাতা: সুনামগঞ্জ জেলা শান্তিগঞ্জ উপজেলার পাথারিয়া ইউনিয়নের হতদরিদ্র নারীদের জন্য বরাদ্দকৃত ভিজিডি (ভিডব্লিওবি) কর্মসূচির আওতায় পাঁচ মাসের চাল বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।

শনিবার (৩১মে) দুপুরে উপজেলার পাথারিয়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রমের উদ্বোধন করেন পরিষদের চেয়ারম্যান মোঃ শহীদুল ইসলাম।

পাথারিয়া ইউনিয়নে ২৫০ জন কার্ডধারী ভাতাভোগী নারীর মধ্যে জনপ্রতি মাসে ৩০ কেজি করে মোট ৫ মাসের ১৫০ কেজি চাল বিতরণ করা হয়। চাল বিতরণ কার্যক্রমে আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন ট্যাগ অফিসার ও উপজেলা পরিসংখ্যান অফিসার মোঃ মাসুদ সরকার, ইউপি সদস্য মোঃ রাজ্জাক মিয়া, মোঃমিজানুর রহমান, মোঃ ইলিয়াস মিয়া, লিটন তালুকদার, মহিলা সদস্য মোছাঃ হাওয়ারুন নেছা,মোছাঃ রাহেলা বেগম সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। চেয়ারম্যান মোঃশহীদুল ইসলাম বলেন, ‘ভাতাভোগীদের সুবিধার্থে ৫ মাসের চাল একসঙ্গে দেওয়া হয়েছে, যাতে জনপ্রতি মোট ১৫০ কেজি চাল পান।’

‘চাল বিতরণে যাতে কোনো অনিয়ম না হয়, তা নিশ্চিত করতে হবে। স্বচ্ছতা ও জবাবদিহিতা বজায় রেখে এ কার্যক্রম পরিচালনা করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *