মশিউর রহমান মুর্শেদ মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি: আখ চাষে কৃষকদের উৎসাহিত করতে হবিগঞ্জের মাধবপুর উপজেলায় ৩০ জন কৃষকের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ করেছে উপজেলা কৃষি অফিস।
সোমবার (১২ জানুয়ারি) দুপুরের দিকে মাধবপুর উপজেলা কৃষি অফিসের উদ্যোগে এই প্রণোদনা বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
প্রণোদনার আওতায় প্রতিজন কৃষককে এক বিঘা জমিতে আখ চাষের জন্য ১ হাজার ৫০০টি আখের চারা প্রদান করা হয়। পাশাপাশি প্রত্যেক কৃষককে টিএসপি সার ২২ কেজি, পটাশ ১৮ কেজি, সেট ৬৩০ কেজি এবং সেচ খরচ বাবদ ১ হাজার ৪০০ টাকা করে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধবপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাহিদ বিন কাশেম। তিনি বলেন, কৃষি প্রণোদনার মাধ্যমে কৃষকদের আধুনিক ও লাভজনক ফসল চাষে আগ্রহী করে তোলা হচ্ছে। এতে কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে এবং কৃষকদের আর্থিক অবস্থার উন্নয়ন ঘটবে।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মিঠুন সরকার, উপজেলা কৃষি কর্মকর্তা সজিব সরকার, উপজেলা মৎস্য কর্মকর্তা ফরিদুল হক, সমবায় কর্মকর্তা ইসমাঈল তালুকদারসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।
কৃষি অফিস সূত্র জানায়, আখ একটি লাভজনক ফসল হওয়ায় ভবিষ্যতেও এই ধরনের প্রণোদনা কার্যক্রম অব্যাহত থাকবে।



