Shopping cart

  • Home
  • বাংলাদেশ
  • অন্যান
  • দুর্গাপূজাকে উপলক্ষে রাজনৈতিক নেতাকর্মীদের সাথে প্রশাসনের মতবিনিময় সভা!

দুর্গাপূজাকে উপলক্ষে রাজনৈতিক নেতাকর্মীদের সাথে প্রশাসনের মতবিনিময় সভা!

অক্টোবর ৫, ২০২৪

সোহেল মিয়া

দোয়ারাবাজার (সুনামগঞ্জ):

শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে সুনামগঞ্জের দোয়ারাবাজারে রাজনৈতিক নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভা সম্পন্ন করেছে দোয়ারাবাজার উপজেলা প্রশাসন।

শনিবার (৫ অক্টোবর) দুপুর ১২ টার দিকে দোয়ারাবাজার উপজেলা প্রশাসন অয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও দোয়ারাবাজার উপজেলা পরিষদের প্রশাসক নেহের নিগার তনু।

সভায় বক্তব্য রাখেন সেনাবাহিনীর ক্যাপ্টেন শোয়েব আহমদ, দোয়ারাবাজার থানার ওসি জাহিদুল হক,দোয়ারাবাজার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জামায়াত নেতা ডা: আব্দুল কুদ্দুস, দোয়ারাবাজার উপজেলা বিএনপির আহ্বায়ক সামছুল হক নমু,উপজেলা জামায়াতের আমীর ডাঃ হারুন অর রশীদ, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল বারী,উপজেলা যুবদলের আহ্বায়ক বাবু মাধব রায়,উপজেলা হেফাজতে ইসলামী’র সহ-সভাপতি মাও মইনুল হক,ছাত্র দলের সভাপতি সাহাব উদ্দিন সিহাব, ইসলামী ছাত্রশিবিরের সভাপতি হাফেজ বেলায়েত হোসাইন বিল্লাল।

পূজা উপলক্ষে ইউএনও নেহের নিগার তনু দোয়ারাবাজার উপজেলার সনাতন ধর্মাবলম্বী নেতাদের ও রাজনৈতিক দল এবং আইনশৃঙ্খলা বাহিনীর নেওয়া বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে খোঁজখবর নেন এবং নিরাপত্তা নিশ্চিতকল্পে কী কী পদক্ষেপ নেওয়া যায় সেই বিষয়ে উপস্থিত সবার মতামত নেন।

তিনি গুজব বিষয়ে সবাইকে সতর্কতা অবলম্বন করার জন্য অনুরোধ জানান । সভায় সকলের মতামত নিয়ে নামাজ ও আজানের সময়ে বাদ্যযন্ত্র বাজানো সীমিত করা এবং শান্তিপূর্ণ ভাবে পূজা উদযাপন করতে ধর্ম,বর্ণ নির্বিশেষ সকল রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীদের সহযোগিতা কামনা করেন।

এসময় উপস্থিত ছিলেন, দোয়ারাবাজার উপজেলা প্রেসক্লাবের সভাপতি তাজুল ইসলাম,
নরসিংপুর ইউপি চেয়ারম্যান নুর উদ্দিন আহমদ, বাংলাবাজার ইউপি চেয়ারম্যান শেখ আবুল হোসাইন, দোয়ারা সদর ইউপি চেয়ারম্যান আব্দুল হামিদ, দোহালিয়া ইউপি চেয়ারম্যান শামিমুল ইসলাম, পান্ডারগাঁও ইউপি চেয়ারম্যান আব্দুল ওয়াহিদ, বাংলাবাজার ক্যাম্পের বিজিবি কর্মকর্তা আবুল বাশার, দোয়ারাবাজার উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি এম এ মোতালিব ভূইয়া, যুগ্ম-সাধারণ সম্পাদক সোহেল মিয়া,ছাত্রদল নেতা কয়ছর মোহাম্মদ পারভেজ,উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা.ফায়ার সার্ভিস কর্মকর্তা, দোয়ারাবাজার উপজেলা শারদীয় দুর্গাপূজা উদযাপন কমিটির নেতারা ও উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাগণ প্রমুখ।

এসময় উপজেলা প্রশাসন ও দুর্গাপূজা উদযাপন কমিটির নেতারা নিরাপদ ও নিশ্চিন্তে পূজা উদযাপন করার লক্ষ্যে প্রশাসনের সহযোগিতার পাশাপাশি উপজেলার সকল রাজনৈতিক দল ও ছাত্রসংগঠনগুলোর সহযোগিতা কামনা করেন। এতে রাজনৈতিক দলের নেতাকর্মী ও ছাত্র সংগঠনের নেতাকর্মীরা পূজা উদযাপনের সময় নিরাপত্তাসহ, সকল ধরনের সহযোগিতা দিয়ে পাশে থাকবেন বলে আস্বস্ত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *