নিজস্ব প্রতিবেদক: মহান স্বাধীনতার ঘোষক এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে তার মাজারে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি শ্রদ্ধা নিবেদন এবং পুষ্পস্তবক অর্পণ করেন। এসময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব ও ঢাকা-৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব তানভীর আহমেদ রবিন।
১৯শে জানায়ারি (সোমবার) সকালে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক ও সদস্য সচিবের উপস্থিতে ঢাকার শেরেবাংলা নগরে অবস্থিত জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
এ সময় উপস্থিত ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব তানভীর আহমেদ রবিন বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন গণমানুষের নেতা। তিনি শুধু স্বাধীনতার ঘোষণা করেন নি বরং দেশের সকল মানুষের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধে অংশ নিয়ে স্বাধীনতার সূর্যোদয় পর্যন্ত সংগ্রাম চালিয়ে গিয়েছিলেন।
তিনি এ দেশকে পুননির্মাণে নেতৃত্ব দিয়েছিলেন। দেশের মানুষের জন্য কাজ করেছেন জীবনের শেষ দিন প্রর্যন্ত। খাল খনন, বছরে দুই ফসল আবাদ, সেচ প্রকল্প, একটি বাড়ি একটি খামার প্রকল্প ঘোষণাসহ হাজারো কাজ করেছেন দেশ ও দেশের মানুষের স্বার্থে। এ দেশের জন্য জিয়া পরিবারের অবদান বলে শেষ করা যাবে না। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বপ্ন দেখতেন একটি সুখি সমৃদ্ধ বাংলাদেশ। তার স্বপ্নের বাংলাদেশ বিনির্মান করতে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
এ সময় আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু সহ দক্ষিণ বিএনপির যুগ্ম আহবায়ক ও সদস্য বৃন্দ এবং ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আওতাধীন বিভিন্ন থানা ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ।



