দোয়ারাবাজার (সুনামগঞ্জ): সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলা প্রেসক্লাবের সদস্য ও দৈনিক বিজয়ের কন্ঠ পত্রিকার উপজেলা সংবাদদাতা সাংবাদিক ইসমাঈল হোসাইন’র পিতা উপজেলার বাংলাবাজার ইউনিয়নের কলাউড়া (ঢালিয়া) গ্রামের বাসিন্দা মো: আব্দুস সোবহান (৯০) দীর্ঘদিন চিকিৎসাধীন থাকার পর আজ দুপুর আড়াই টার সময় নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন, “ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন”।
দোয়ারাবাজার উপজেলা প্রেসক্লাবের সদস্য সাংবাদিক ইসমাঈল হোসাইন এর বাবার মৃত্যুতে প্রেসক্লাবের আহ্বায়ক কামাল উদ্দিন ও অন্যান্য সদস্যরা এক যৌথ বিবৃতিতে গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।
মহান আল্লাহ তায়ালা মরহুমকে জান্নাতুল ফেরদৌসের বাসিন্দা করুন।