নুরুল করিম (মহেশখালী) প্রতিনিধি: বাঁকখালী নদীর মোহনায় স্পিডবোট সংঘর্ষ কক্সবাজার-মহেশখালী নৌরুটের বাঁকখালী নদীর মোহনায় দুটি স্পিডবোটের সংঘর্ষে এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় পানিতে ভাসমান অবস্থায় দুইবোটের আরও ১৮ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।
সোমবার (২৬ জানুয়ারি) দুপুর ১১টা ৫০ মিনিটের দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহত নারীর দুর্ঘটনার সময় বাকি যাত্রীরা প্রাণে বেঁচে গেলেও গুরুতর আহত নাগুআরা বেগম (৪৭)কে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্পিডবোট লাইনম্যান জানান, মহেশখালী উপজেলার গেরকঘাটা ঘাট থেকে একই সময়ে যাত্রী নিয়ে দুটি স্পিডবোট কক্সবাজারের উদ্দেশে রওনা দেয়। বাঁকখালী নদীর মোহনা এলাকায় পৌঁছালে একটি বোটের ইঞ্জিন বিকল হয়ে মাঝনদীতে থেমে যায়। এ সময় পেছন দিক থেকে দ্রুতগতিতে আসা অপর একটি স্পিডবোট নিয়ন্ত্রণ হারিয়ে থেমে থাকা বোটটিকে ধাক্কা দেয়। এতে দুটি বোটই উল্টে যায় এবং যাত্রীরা নদীতে ছিটকে পড়েন। খবর পেয়ে আশপাশে থাকা অন্যান্য স্পিডবোট ও মাছধরা ট্রলার দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজে অংশ নেয়। উদ্ধারকারীরা পানিতে ভাসমান অবস্থায় এক নারীকে সংকটাপন্ন অবস্থায় উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ছাড়া আরও বয়স্ক পুরুষকে চট্টগ্রাম মেডিকেলে রেফার করে ডাঃ।
মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ইমরান মাহমুদ ডালিম বলেন, দুর্ঘটনার খবর পেয়ে আইন শৃঙ্খলা বাহিনী’সহ একটি দল জেটি ঘাট ও ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে একজন নারীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমান বলেন, হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক ওই নারীকে মৃত ঘোষণা করেন। তার বাড়ি কালারমারছড়া এলাকায় বলে জানা গেছে। দুর্ঘটনার বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।



