স্টাফ রিপোর্টার: সুনামগঞ্জের ছাতকে কর্মরত সাংবাদিকদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে উদ্দেশ্য প্রণোদিতভাবে অপপ্রচারের অভিযোগ এনে আদালতে মানহানির মামলা দায়ের করা হয়েছে। ভুয়া তথ্য ও কুৎসা রটনার মাধ্যমে কর্মরত সাংবাদিকদের সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার চেষ্টার অভিযোগে এ মামলা দায়ের করা হয়।
আজ রোববার (১১ জানুয়ারি) সুনামগঞ্জের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে দৈনিক ঘোষণা ও দৈনিক জবাবদিহি’র ছাতক উপজেলা প্রতিনিধি মো. ফজল উদ্দিন বাদী হয়ে এ মামলা দায়ের করেন।
মামলায় ছাতক পৌরশহরের ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. তানভির আহমেদ জাকির এবং একই উপজেলার উত্তর খুরমা ইউনিয়নের গদারমহল গ্রামের বাসিন্দা আবদুস সালামকে আসামি করা হয়েছে।
জানা যায়, ২০২৫ সালের ২৭ ডিসেম্বর আবদুস সালামের প্রত্যক্ষ সহযোগিতায় তানভির আহমেদ জাকির উদ্দেশ্যপ্রণোদিতভাবে তার নামীয় ফেসবুক আইডি থেকে মামলার বাদী দৈনিক ঘোষণা ও দৈনিক জবাবদিহি’র ছাতক প্রতিনিধি মো. ফজল উদ্দিন এবং দৈনিক সমকাল, উত্তরপূর্ব ও নিউএজের ছাতক প্রতিনিধি শাহ্ মোহাম্মদ আখতারুজ্জামানের বিরুদ্ধে ফেসবুকে মিথ্যা, বানোয়াট ও মানহানিকর অপপ্রচার চালান। এতে সামাজিকভাবে তাদের সম্মানহানি করা হয়।
মামলার বাদী মো. ফজল উদ্দিন জানান, মিথ্যা অভিযোগ এনে কোনো বক্তব্য বা অনুমতি ছাড়াই তাদের ছবি ব্যবহার করে অভিযুক্তরা ফেসবুকে কুরুচিপূর্ণ ও বিভ্রান্তিকর পোস্ট প্রকাশ করেছে। এতে সামাজিকভাবে তাদের হেয় প্রতিপন্ন করা হয়েছে এবং পেশাগত মর্যাদায় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে হয়েছে। এ কারণে আইনি প্রতিকার চেয়ে তিনি আদালতে মামলা দায়ের করেন।
এদিকে, আদালত মামলাটি আমলে নিয়ে ছাতক থানা পুলিশকে তদন্তের নির্দেশ দিয়েছেন বলে নিশ্চিত করেছেন মামলার আইনজীবী অ্যাডভোকেট আবুল ফজল মোহাম্মদ ফাহিম।



