Shopping cart

Magazines cover a wide array subjects, including but not limited to fashion, lifestyle, health, politics, business, Entertainment, sports, science,

  • Home
  • সারাদেশ
  • সুনামগঞ্জের দোয়ারাবাজারে নির্মাণ কাজ শেষ না হতেই ৪০ লক্ষ টাকার সংযোগ সড়কে ধস

সুনামগঞ্জের দোয়ারাবাজারে নির্মাণ কাজ শেষ না হতেই ৪০ লক্ষ টাকার সংযোগ সড়কে ধস

মে ১৬, ২০২৫

সুনামগঞ্জ জেলা, সংবাদদাতা: সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার দোহালিয়া ইউনিয়নের পানাইল নতুনপাড়ার এলাকার সাদিক মিয়ার ব্রিজ থেকে প্রগতি উচ্চ বিদ্যালয় ও কলেজ দোহালিয়ায় যাতায়াতের নতুন ব্রিজের সংযোগ সড়ক নির্মান শেষ না হতেই ধসে পড়েছে।

জানা যায়,দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে ব্রিজ ও এই সংযোগ সড়কটি নির্মাণ করছেন মেসার্স সাদিয়া এন্ড মেহেজাবীন এন্টারপ্রাইজ নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান।

এতে ব্যয় ধরা হয়েছে ৪০ লক্ষ ৫০হাজার ৭শত ১১টাকা।

স্থানীয়রা জানান, কাজের শুরুতেই অনিয়ম দুর্নীতির অভিযোগ উঠেছে এই ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। নিয়মনীতির তোয়াক্কা না করেই মনগড়া কাজ করে যাচ্ছে ঠিকাদারি প্রতিষ্ঠান। ইট সলিং সড়ক নির্মাণে ব্যবহার করা হয়েছে নিম্নমানের ইট । ব্রিজের সংযোগ সড়ক নির্মাণে ব্যাপক অনিয়ম ও দুর্নীতি চলমান থাকলেও দেখার যেনো কেউ নেই।

শুক্রবার (১৬মে) স্থানীয় গণমাধ্যমকর্মীরা সরেজমিনে গেলে দেখতে পান এই অনিয়মের চিত্র, সংযোগ সড়কের কাজ শেষ না হতেই কমপক্ষে সড়কের চারটি স্থানে ধ্বস দেখা দিয়েছে। বৃষ্টির সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ভাঙনের মাত্রাও। সড়কের পাশে ভেঙে যাওয়া ঝুঁকিপূর্ণ স্থানগুলোতে লোকচক্ষুর আড়াল করতে খুঁটি পুঁতে দেওয়া হয়েছে।

সম্প্রতি বৃষ্টি শুরুর পর থেকে বিভিন্ন স্থানে ধ্বসে পড়তে থাকে সড়কটি। যা এখনও চলমান। সড়কটির দু’পাশে পর্যাপ্ত মাটি না ফেলা এবং মাটি রক্ষার জন্য রাস্তার দু’পাশে সুরক্ষা ব্লক বা দেয়াল নির্মাণ না করায় ধ্বসে পড়ছে।

এছাড়াও নিম্নমানের সামগ্রী ব্যবহার করা, ঠিকাদারের গাফিলতির কারণে ধসে ভেঙে যাচ্ছে সড়কটি। শুক্রবার সড়কটি ঘুরে দেখা গেছে, বিভিন্ন স্থানে সড়কের বিশাল অংশ ধ্বসে পড়েছে এবিষয়ে দোয়ারাবাজার উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক গৌছুল ইসলাম বলেন, এই সড়ক দিয়ে প্রায় ৪-৫ গ্রামের মানুষ উপজেলা থেকে জেলা শহরে যাতায়াত করেন। দীর্ঘ কয়েক বছর পর পানাইল নতুনপাড়া থেকে প্রগতি উচ্চ বিদ্যালয় ও কলেজ দোহালিয়া সড়ক ও ব্রিজ নির্মাণ করা হচ্ছে কিন্তু সরকারি কর্মকর্তা ও ঠিকাদারি প্রতিষ্ঠানের অনিয়মের কারনে কাজ শেষ হওয়ার আগেই সড়কটি ভেঙে যাচ্ছে। পাশেই প্রগতি উচ্চ বিদ্যালয় ও কলেজ দোহালিয়া। এই সড়ক দিয়েই যাতায়াত করেন শিক্ষক-শিক্ষার্থীরা কিন্তু সড়ক নির্মাণের আগেই ভেঙে যাচ্ছে এতে দুর্ভোগে পরবেন এলাকাবাসী ও ছাত্র ছাত্রী।

তবে ঠিকাদারি প্রতিষ্ঠান দিচ্ছে দায়সারা বক্তব্য, ইট সলিং ধ্বসে যাওয়ার কথা জানতে চাইলে বলেন আমাদের কাজ শেষ, হয়ত বৃষ্টির কারনে রাস্তা ধসে যাচ্ছে।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ লুৎফুর রহমানের সাথে কথা হয়েছে ধ্বসে যাওয়া রাস্তা ঠিক করে দিব।

জানতে চাইলে দোয়ারাবাজার উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোঃ লুৎফুর রহমান জানান,অতি বৃষ্টির কারনে রাস্তা ধসে যাচ্ছে, ঠিকাদার কে বলেছি ঠিক করে দেওয়ার জন্য। ব্রিজের সংযোগ সড়কের সাথে গাইড ওয়াল নির্মান করার কথা নয়,যার কারনে গাইড ওয়াল নির্মাণ করা হয়নি, এর কারনে হয়ত রাস্তা ধ্বসে যাচ্ছে বলে তিনি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *