Shopping cart

দোয়ারাবাজারে অবৈধ ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টারে মোবাইল কোর্টে জরিমানা আদায় 

ডিসেম্বর ৩১, ২০২৪

দোয়ারাবাজার (সুনামগঞ্জ): দোয়ারাবাজারে অবৈধ ক্লিনিক- ডায়াগনস্টিক সেন্টারে অভিযানে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

অভিযানে দোয়ারাবাজার সদরের সাদিক ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারে চিকিৎসক ছাড়া আল্ট্রাসনোগ্রাফি পরিচালনা করার প্রমান পাওয়ায়, প্রতারণার দায়ে ৬০ হাজার টাকা জরিমানা। লাইফ এইড ডায়াগনস্টিক সেন্টারে মেয়াদোত্তীর্ণ লাইসেন্স, রেজিষ্ট্রেশন ও সার্বক্ষণিক চিকিৎসক না থাকায় ৫০ হাজার টাকা ও মেডিল্যাব ডায়াগনস্টিক সেন্টারে মেয়াদোত্তীর্ণ লাইসেন্স ও রেজিষ্ট্রেশন না থাকার অব্যবস্থাপনায় ৩০ হাজার টাকা জরিমানা আদায় করেন ভ্রাম্যমান আদালত। ভোক্তা অধিকার আইন এবং Medical Practice and Clincs and Laboratories Regulation Ordinance 1982 বিধিতে এই জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বিকেলে দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা নেহের নিগার তনু নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা নেহের নিগার তনু বলেন, অবৈধ ক্লিনিক-ডায়াগনোস্টিক সেন্টারে অব্যবস্থাপনা কিংবা ভুল চিকিৎসার কারণে অনেক সময় রোগী মৃত্যুর ঘটনা ঘটে। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিনটি প্রতিষ্ঠানকে এক লাখ ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এসময় সহকারী কমিশনার ( ভূমি ) সুশান্ত কুমার সিংহ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ মোঃ আবু সালেহীন খান, দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ শরীফুল ইসলাম ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

জানা যায়,এমবিবিএস চিকিৎসক ছাড়া আল্ট্রাসনোগ্রাম পরীক্ষা করা বেআইনী। আবাসিক ফ্লোরে ডায়াগনস্টিক সেন্টার খোলা বেআইনী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *