সুনামগঞ্জ, সংবাদদাতা: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত আহ্বায়ক রেজাউল করিমকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (২৫ অক্টোবর) ভোর রাতে উপজেলার বাংলাবাজার ইউনিয়নের ভাওয়ালিপাড়া গ্রামে তার নিজ বাড়ি হতে তাকে আটক করে দোয়ারাবাজার থানা পুলিশ। আটক ছাত্রলীগ নেতা বাংলাবাজার ইউনিয়নের ভাওয়ালিপাড়া গ্রামের মৃত সিরাজ মিয়ার পুত্র।
শুক্রবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো:জাহিদুল হক।
উল্লেখ্য গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় ৪ সেপ্টেম্বর সুনামগঞ্জ সদর থানায় ৯৯ জনকে আসামী করে এই মামলা দায়ের করা হয়।