স্টাফ রিপোর্টার: ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) ছাত্রশিবির আয়োজিত প্রদর্শনীতে জামায়াত নেতৃবৃন্দ— মতিউর রহমান নিজামী, দেলাওয়ার হোসাইন সাঈদী, আব্দুল কাদের মোল্লা, মীর কাসেম আলী, মোহাম্মদ কামারুজ্জামান, আলী আহসান মোহাম্মদ মুজাহিদ এবং সালাউদ্দিন কাদের চৌধুরীর ছবি প্রদর্শনের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে শাখা ছাত্রদল।
মঙ্গলবার (৫ আগস্ট) রাতে এক বিবৃতিতে সংগঠনটির সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস এবং সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন এ নিন্দা জানান।
বিবৃতিতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয় ছিল মুক্তিযুদ্ধের অন্যতম কেন্দ্রবিন্দু এবং এখানেই প্রথম স্বাধীন বাংলাদেশের মানচিত্র-খচিত জাতীয় পতাকা উত্তোলিত হয়। সেই ঐতিহাসিক স্থানে ১৯৭১ সালের গণহত্যায় জড়িত রাজাকারদের ছবি প্রদর্শনের মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনা বিকৃত করার চেষ্টা করা হয়েছে। ছাত্রদল এ অপচেষ্টাকে ঘৃণাভরে প্রত্যাখ্যান করছে।
এছাড়া, নেতৃবৃন্দ অভিযোগ করেন, ছাত্রশিবির ‘২৪ সালের গণঅভ্যুত্থানকে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সমতুল্য দেখানোর মাধ্যমে মুক্তিযুদ্ধকে অবমাননা করার চেষ্টা করছে, যা নিন্দনীয় ও অগ্রহণযোগ্য।