সোহেল মিয়া | দোয়ারাবাজার (সুনামগঞ্জ): আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জুলাই বিপ্লবের পক্ষে গঠিত ১১ দলীয় জোটের মনোনীত প্রার্থীকে বিজয়ী করার লক্ষ্যে যুক্তরাজ্যে বসবাসরত দোয়ারাবাজার উপজেলার কমিউনিটি নেতৃবৃন্দের এক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) লন্ডনের একটি রেস্টুরেন্টে আয়োজিত এ সভায় সভাপতিত্ব ও গুরুত্বপূর্ণ আলোচনা হয়।
সভায় উপস্থিত ছিলেন যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতা আনোয়ার আলী, ব্যারিস্টার রফিক আহমদ, শফিকুর রহমান, আমিরুল হক আমিন, এ কে এম হেলাল, আছকির আলী, মাহবুবুর রহমান, নুরুল আমীন, মিসবাহুল ইসলাম, শামীম আহমেদ অলিউরসহ আরও অনেকে।
সভায় বক্তারা বলেন, ২০২৬ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বে গঠিত ১১ দলীয় জোট (সমমনা ১১ দল) সুনামগঞ্জ-৫ (ছাতক–দোয়ারা) আসনে যে প্রার্থীকে মনোনয়ন দেবে, তাকে বিজয়ী করতে প্রবাস থেকে সর্বাত্মক সহযোগিতা করা হবে।
এ সময় প্রবাসী নেতৃবৃন্দ নির্বাচনী মাঠে সংগঠনিক শক্তি বৃদ্ধি, জনমত গঠন এবং দেশের নেতাকর্মীদের সঙ্গে সমন্বয় করে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।



