ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি পাপলু মিয়া: বাংলাদেশ জামায়াতে ইসলামী ছাতক-দোয়ারা উপজেলা শাখার উদ্যোগে রুকন সদস্য সমাবেশ সমাবেশ–২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২১নভেম্বর ) বিকেল ৩ আদর্শ মিলনাতয়নে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগর জামায়াতের আমির মোঃ ফখরুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা জামায়াতের আমির সুনামগঞ্জ ১ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা তোফায়েল আহমদ খান, সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সুনামগঞ্জ ৫ আসন কমিটির সভাপতি এডভোকেট রেজাউল করিম তালুকদার।
এছাড়া উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি মোঃ শাহ আলম, মাওলানা আব্দুস সাত্তার, দোয়ারা বাজার জামায়াতের আমির ডাঃ হারুনুর রশিদ, ছাতক উপজেলা শাখার, আমির উপাধ্যক্ষ মাওলানা আকবর আলী, ছাতক পৌর শাখা আমির ইঞ্জিনিয়ার নোমান আহমদসহ প্রমুখ।
বক্তারা বলেন, ইসলামী আন্দোলনের রুকনগণ সমাজ পরিবর্তনের অগ্রণী শক্তি। তাদের আদর্শ জীবন, ত্যাগ ও নিষ্ঠার মাধ্যমেই দেশে ন্যায়ভিত্তিক সমাজব্যবস্থা প্রতিষ্ঠিত হতে পারে। তারা বলেন, ইসলাম হচ্ছে পূর্ণাঙ্গ জীবনব্যবস্থা—এ ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য রুকনদের সাহস ও দৃঢ় মনোবল নিয়ে কাজ করতে হবে।
সমাবেশে দুই উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে জামায়াতে ইসলামী’র রুকন ও নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।



