Shopping cart

প্রযুক্তিনির্ভর পুলিশিংয়ে সিলেটে পরিবর্তন

ডিসেম্বর ২৩, ২০২৫

প্রযুক্তিনির্ভর পুলিশিংয়ে সিলেটে পরিবর্তন।

প্রযুক্তিনির্ভর পুলিশিংয়ে সিলেটে পরিবর্তন।

মাহফুজ কাউসার ছাদি: সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম দায়িত্ব গ্রহণের ১০০ দিনে প্রযুক্তিনির্ভর পুলিশিংয়ের মাধ্যমে নগরীর আইন-শৃঙ্খলা, যানজট পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং নাগরিক সেবায় দৃশ্যমান পরিবর্তন এনেছেন। তিনি সিলেটকে দেশের সবচেয়ে নিরাপদ, শৃঙ্খলাপূর্ণ ও আধুনিক স্মার্ট নগরীতে রূপান্তর এবং অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণের অঙ্গীকার করেন।

এর ধারাবাহিকতায়, ১০ সেপ্টেম্বর ২০২৫ থেকে ১৮ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত অভিযান চালিয়ে সিলেট মেট্রোপলিটন পুলিশ পাঁচ কোটি চুয়াল্লিশ লক্ষ আশি হাজার সাতশো সতেরো টাকা মূল্যমানের অবৈধ চোরাচালান পণ্য উদ্ধার করে। অপারেশন ডেভিল হান্টের আওতায় ১৫২ জনকে গ্রেফতার, ৫৫০টি হারানো ও চোরাই মোবাইল উদ্ধার, ৮৮ জন ভিকটিম উদ্ধার করা হয়। এছাড়া ইয়াবা ৩৬৮৫ পিস, বিদেশী মদ ১৪৫৯ বোতল, চোলাই মদ ৩৯৩ লিটার, গাঁজা ৯ কেজি ৪১৯ গ্রাম, ফেনসিডিল ৯৭ বোতল উদ্ধার হয়। চিহ্নিত ছিনতাইকারী/চোর/ডাকাত ১১৯জন, অনৈতিক কাজে জড়িত ৪৭জন গ্রেফতার, ৯টি হোটেল সিলগালা, ১৬ রাউন্ড শর্টগানের লীডবল, ১০ রাউন্ড রাবার কার্তুজ, পুলিশের লুণ্ঠিত ২টি অস্ত্র উদ্ধার এবং বিকাশ প্রতারণার এক লক্ষ বিরাশি হাজার টাকা উদ্ধার করা হয়। মাদক ও চোরাচালানের অপরাধে ১৮০টি মামলা রুজু হয়। বিভিন্ন অপরাধে দুই হাজারের অধিক অপরাধী গ্রেফতার করা হয়েছে।

ট্রাফিক বিভাগ ৬১৩৩টি যানবাহন আটক করে, ৩৭৫৫টি মামলা করে এবং এক কোটি আটষট্টি লক্ষ এগারো হাজার আটশত টাকা জরিমানা আদায় করে।

দায়িত্ব গ্রহণের পর পুলিশ কমিশনার সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যবসায়ী প্রতিনিধি, ইমাম সমিতি, হোটেল মালিক, ট্রাভেল এজেন্ট, পরিবহন মালিক-শ্রমিক সংগঠন, বাজার কমিটি ও শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানসহ সকল শ্রেণী পেশার মানুষের সাথে মতবিনিময় সভা করেন। এ থেকে প্রাপ্ত সমস্যা ও প্রস্তাবনার ভিত্তিতে তাৎক্ষণিক ও দীর্ঘমেয়াদি কর্মপরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন করা হয়।

নাগরিক সেবা সহজ করতে ‘GenieA’ অ্যাপ চালু করা হয়। পর্যায়ক্রমে অনলাইন জিডি, সিসিটিভি ও এআই বিশ্লেষণ, ড্রোন নজরদারি যুক্ত করা হচ্ছে। সকল থানায় ‘GenieA’ অ্যাপ চালু ও হেল্প ডেস্ক স্থাপন করা হয়েছে।

পরিবেশের জন্য ক্ষতিকর ব্যাটারিচালিত রিকশা বিরোধী অভিযানে মেট্রোপলিটন এলাকা প্রায় ব্যাটারিচালিত রিকশামুক্ত করা হয়। ফুটপাত দখলমুক্ত করে নাগরিক চলাচলের জন্য উন্মুক্ত করা হয়।

ট্রাফিক সমস্যা নিরসনে অবৈধ যানবাহন, অবৈধ স্ট্যান্ড, রেজিস্ট্রেশনবিহীন যান, অবৈধ সিএনজি-রিকশা, রুট পারমিটবিহীন গাড়ি ও যত্রতত্র পার্কিংয়ের বিরুদ্ধে নিয়মিত অভিযান চালানো হয়। সিএনজি ও প্যাডেল রিকশার ভাড়া যৌক্তিক নির্ধারণ, অতিরিক্ত ভাড়া বন্ধ, নির্ধারিত সময় ছাড়া ভারী যানবাহন নগরীতে প্রবেশে নিষেধাজ্ঞা কার্যকর করা হয়। পার্কিংয়ের জন্য জায়গা ও স্ট্যান্ডে গাড়ির সংখ্যা নির্ধারণ করা হয়।

শিক্ষার্থীদের সচেতনতায় সিলেট মহানগরীর ১১৮টি স্কুলে ‘সচেতনতা ও সামাজিকীকরণ’ কর্মসূচি চালু করে মাদক, ইভটিজিং, অনলাইন জুয়া, বাল্যবিবাহ, ট্রাফিক আইন ও পরিবেশ বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হয়।

পর্যটননগরী সিলেটে অতিথির নিরাপত্তায় আবাসিক হোটেল ও ট্রাভেল এজেন্সিতে নজরদারি জোরদার, কাগজপত্র যাচাই এবং মানবপাচার ও প্রতারণাসহ অনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়।

বিদ্যুৎ সাশ্রয়ে রাত ৯টা ৩০ মিনিটের পর খাবারের হোটেল, রেস্তোরাঁ ও ঔষধের ফার্মেসি ছাড়া সকল দোকানপাট বন্ধের সিদ্ধান্ত বাস্তবায়ন করা হচ্ছে।

গণসচেতনতা বৃদ্ধিতে পুলিশ কমিশনার বিভিন্ন মসজিদে জুমার নামাজে মুসল্লিদের সামাজিক শৃঙ্খলা রক্ষা, আইন মেনে চলা, অপরাধ প্রতিরোধে জনসম্পৃক্ততা এবং ‘GenieA’ অ্যাপের ব্যবহার সম্পর্কে ধারণা দেন।

পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম-এর গৃহীত এসব সিদ্ধান্ত ধাপে ধাপে বাস্তবায়িত হচ্ছে এবং নগরবাসী ইতোমধ্যে এর সুফল পাচ্ছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *