বিশেষ সংবাদদাতা: স্বৈরাচার ও ফ্যাসিবাদের দোসররা দেশের সকল সম্পদ লোঠ করে নিয়ে দেশের উন্নয়নকে বাধাগ্রস্থ করেছে বলে মন্তব্য করেছেন সুনামগঞ্জের ছাতক উপজেলার ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট সুফি আলম সোহেল।
সোমবার (৬ জানুয়ারি) বিকালে ছাতকের ইসলামপুর ইউনিয়নের ছনবাড়ি বাজারে সামাজিক সংগঠন সীমান্তিক জনকল্যাণ সংস্থার উদ্যোগে এলাকার নিম্ন আয়ের ২”শতাধিক মানুষের মাঝে কম্বল বিতরণ কর্মসূচীতে বক্তব্য প্রদানকালে তিনি এসব কথা বলেন।
চেয়ারম্যান সুফি আলম সোহেল বলেন,ফ্যাসিবাদের দোসররা জানতো এদেশের মানুষ তাদের আশ্রয় দিবেনা। তাদের কৃতকর্মের কারনে একদিন তাদের পতন হবে। যার কারনে দেশের উন্নয়ন বাধাগ্রস্ত করতে তারা পরিকল্পিত ভাবে দেশের সম্পদ বিদেশে পাচার করেছে।
তিনি আরও বলেন, তারা দেশের মেধাশূন্য করতে জুলাই-আগস্টে সংগঠিত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারী ছাত্রসমাজের উপর হত্যাযঞ্জ চালিয়েছে। নির্মম গণহত্যা চালিয়ে দেশের ২ হাজারের ও অধিক বেশি ভাই-বোনদের হত্যা করেছে। পা ও হাত হারিয়ে আহত হয়েছে ছাত্র,যুবক,শিক্ষক,ব্যবসায়ী,চাকরিজীবী,দিনমজুর শ্রমিকসহ আরো কয়েক হাজার নাগরিক। এখনো তারা দেশের শান্তিশৃঙ্খলা নষ্ট করতে বিভিন্ন ভাবে পায়তারা করছে৷ দেশের মানুষ সজাগ থেকে তাদের সকল ষড়যন্ত্র প্রতিহত করতে হবে। দেশে গনহত্যাকারী স্বৈরাচার ও ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করে বিচারের আওতায় এনে দেশের সম্পদ ফিরিয়ে আনতে তিনি বর্তমান অন্তবর্তিকালীন সরকারের নিকট দাবি জানান।
সীমান্তিক জনকল্যাণ সংস্থার সভাপতি মো: ইলিয়াস আলী’র সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগঠনটির সহ-সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক রুস্তম আলী,ছাত্রকল্যাণ সহসম্পাদক আব্দুল হক,মাহবুব হোসেন অলিদ ও এলাকার বিভিন্ন মহলের সামাজিক ব্যক্তিবর্গ প্রমুখ।