Shopping cart

  • Home
  • সারাদেশ
  • চট্টগ্রামে সড়কে নৌকা চলাচল, টানা বৃষ্টিতে নিম্নাঞ্চল প্লাবিত

চট্টগ্রামে সড়কে নৌকা চলাচল, টানা বৃষ্টিতে নিম্নাঞ্চল প্লাবিত

জুলাই ২৮, ২০২৫

চট্টগ্রামের রাস্তায় নৌকা, জলাবদ্ধতায় নাকাল নগরবাসী।

চট্টগ্রামের রাস্তায় নৌকা, জলাবদ্ধতায় নাকাল নগরবাসী।

স্টাফ রিপোর্টার: টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরীর একাধিক এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। সোমবার সকাল ৯টা থেকে দুপুর ১২টার মধ্যে ৬৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে।

এ সময় বিভিন্ন এলাকায় কোমর সমান থেকে হাঁটু সমান পানি জমে যায়। যানবাহন চলাচল ব্যাহত হওয়ায় কিছু এলাকায় সড়ক দিয়ে নৌকা চলতে দেখা গেছে। জনপ্রতি নৌকা ভাড়া নেওয়া হয়েছে ৫০ টাকা।

জলাবদ্ধতায় বাসাবাড়ি ও দোকানপাটে পানি ঢুকে যায়। ফলে এইচএসসি পরীক্ষার্থীসহ অফিসগামী মানুষ ও কর্মজীবীরা চরম দুর্ভোগে পড়েন।

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র শাহাদাত হোসেন সোমবার কাপাসগোলা ও কাতালগঞ্জ এলাকা পরিদর্শন করেন। তিনি জানান, নগরীর ৫০ শতাংশ জলাবদ্ধতা নিরসন হয়েছে। বাকি অংশের সমাধান প্রক্রিয়াধীন। বর্তমানে ৫৭টি খালের মধ্যে ৩৬টির সংস্কারকাজ চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (চউক) করছে। এর মধ্যে ২২টির কাজ শেষ হয়েছে, ১৪টির কাজ চলমান।

মেয়র বলেন, হিজড়া খালসহ নালা সংস্কার শেষ হলে জলাবদ্ধতা সমস্যার আরও সমাধান হবে। আগ্রাবাদের বক্স কালভার্ট প্রকল্প শেষ হলে সেখানকার সমস্যাও কমে যাবে।

চউক সূত্রে জানা যায়, দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনে ১৪ হাজার ৩৯ কোটি টাকার চারটি মেগা প্রকল্প হাতে নেওয়া হয়েছে। অগ্রগতি হয়েছে ৮৪ শতাংশ। ৩৬টি খালের মধ্যে ২৫টির কাজ শেষ হয়েছে, বাকি খালের কাজ শেষ হলে পুরো সুফল মিলবে।

চট্টগ্রাম আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *