Shopping cart

ছাতকের চরমহল্লা ইউনিয়নে বিএনপির কর্মীসভা অনুষ্ঠিত

জুন ১২, ২০২৫

ছাতকের চরমহল্লা ইউনিয়নে বিএনপির কর্মীসভা অনুষ্ঠিত

ছাতকের চরমহল্লা ইউনিয়নে বিএনপির কর্মীসভা অনুষ্ঠিত

মোঃ তাজিদুল ইসলাম: সুনামগঞ্জের ছাতক উপজেলার চরমহল্লা ইউনিয়নে জাতীয়তাবাদী দল বিএনপির উদ্যোগে কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১১ জুন) ছাতক উপজেলা চরমহল্লা ইউনিয়নের আশাকাচর আহমদ কমিউনিটি সেন্টার চরচৌড়াইয়ে কর্মী সভা অনুষ্ঠিত হয়।

এসময় ছাতক উপজেলা বিএনপির আহ্বায়ক ফরিদ উদ্দিনের সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফজলুল করিম বকুলের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ফারুক আহমদ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আহ্বায়ক কমিটির সদস্য নজরুল ইসলাম,ছাতক উপজেলা যুগ্ন আহ্বায়ক শাহ শফিকুল আলম মতি ও আবু হুরায়রা ছুরত, আহ্বায়ক সদস্য এনামুল হক,আতাউর রহমান এমরান, আবু সুফিয়ান,এডভোকেট আব্দুল আহাদ, হাফিজুর রহমান,জহিরুল ইসলাম ,সুনাই মিয়া ,আবুল লেইছ, ছালিক আহমদ ,যুবদল নেতা ইলিয়াস আহমদ,নুরুজ্জামান,আব্দুল মালিক, দিলোয়ার হোসেন, জুনাইদ আহমদ ইভান, পাবেল আহমদ সহ ইউনিয়নের বিশিষ্টজন ও স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

স্থানীয়দের সঙ্গে সরাসরি মতবিনিময় করে প্রধন অতিথির বক্তব্যে বলেন,“এই উপজেলার জাতীয়তাবাদী দলের মধ্যে কোনো দ্বন্দ্ব চাই না, আমরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে চাই।

ছাতক-দোয়ারায় আসনে যে নেতায় দলীয় প্রতীক পাবে তার পক্ষে আমরা কাজ করবো । ঈদের আনন্দের পাশাপাশি মানুষের দোয়া ও ভালোবাসা পাওয়াটাই সবচেয়ে বড় পাওয়া তিনি উল্লেখ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *