Shopping cart

Magazines cover a wide array subjects, including but not limited to fashion, lifestyle, health, politics, business, Entertainment, sports, science,

  • Home
  • সারাদেশ
  • প্রকাশ্যে হত্যাকাণ্ড রাষ্ট্রীয় ব্যর্থতা’র প্রতিফলন- বিএনপি মহাসচিব

প্রকাশ্যে হত্যাকাণ্ড রাষ্ট্রীয় ব্যর্থতা’র প্রতিফলন- বিএনপি মহাসচিব

জুলাই ১১, ২০২৫

মিটফোর্ড হত্যায় গভীর উদ্বেগ, তদন্ত দাবি করলেন মির্জা ফখরুল

মিটফোর্ড হত্যায় গভীর উদ্বেগ, তদন্ত দাবি করলেন মির্জা ফখরুল

ঢাকা প্রতিনিধি: ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতাল এলাকায় ভাঙারি ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগ (৩৯) হত্যাকাণ্ডে তীব্র নিন্দা জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (১১ জুলাই) দলটির সহ-দফতর সম্পাদক অ্যাডভোকেট মো. তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত এক বিবৃতিতে তিনি এই নিন্দা জানান।

মির্জা ফখরুল বলেন, “এই নৃশংস ঘটনা কেবল একজন ব্যক্তির জীবনকে কেড়ে নেয়নি— এটি পুরো রাষ্ট্রের আইনশৃঙ্খলা, নাগরিক অধিকার ও নিরাপত্তাব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করেছে। বিএনপির আদর্শ ও রাজনীতির সঙ্গে কোনো ধরনের সহিংসতা বা বর্বরতার বিন্দুমাত্র সম্পর্ক নেই।”

তিনি বলেন, “যেই অপরাধী হোক না কেন, কাউকেই বিচার ও আইনের ঊর্ধ্বে রাখা যাবে না। বিগত জুলাই-আগস্টে গণআন্দোলনের মাধ্যমে ফ্যাসিস্ট সরকারের পতনের পর এমন একটি নির্মম হত্যাকাণ্ড জাতির বিবেককে নাড়া দিয়েছে।”

বিবৃতিতে আরও বলা হয়, “প্রকাশ্য দিনে সংঘটিত এই ভয়াবহ ঘটনাটি বিচারহীনতার সংস্কৃতিকে আরও গভীর করে তুলবে যদি এখনই কঠোর পদক্ষেপ নেওয়া না হয়। তাই অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আমাদের আহ্বান, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের খুঁজে বের করে কঠোরতম শাস্তির ব্যবস্থা করা হোক।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *