সোহেল মিয়া, দোয়ারাবাজার (সুনামগঞ্জ): সুনামগঞ্জের দোয়ারাবাজারে জুলাই গণ-অভ্যুত্থানের ধারাবাহিকতায় ৫ আগস্ট আওয়ামী ফ্যাসিবাদের পতন ও ছাত্র-জনতার বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে বিজয় মিছিল সম্পন্ন করেছে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান চৌধুরী সমর্থিত (বলয়) উপজেলা বিএনপি।
বুধবার (৬ আগস্ট) বিকালে দোয়ারাবাজার উপজেলা সদরে আয়োজিত এই বিজয় মিছিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও সুনামগঞ্জ -৫(ছাতক-দোয়ারা) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছাতক উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী।
অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে জুলাই আন্দোলনের বিস্ফোরণ ঘটেছে এবং দলের সর্বস্তরের মানুষের সম্মিলিত প্রচেষ্টায় জুলাই-আগস্ট আন্দোলন সফল হয়েছে।
তিনি বলেন, সকল বীরদের শ্রদ্ধার সাথে স্মরণ করতে চাই। যে সকল শহীদরা বাংলাদেশের গনতন্ত্র রক্ষারস্বার্থে, ভোটের অধিকার আদায়ের লক্ষে, নতুন বাংলাদেশ গঠন করার লক্ষে বিগত ১৬ বছর থেকে জুলাই-আগস্ট আন্দোলন পর্যন্ত যারা নিহত হয়েছে তাদের রক্ত বৃথা যেতে পারেনা। শহীদরা যে কারনে রক্তদিয়ে রাজপথ রঞ্জিত করেছে, তাদের সেই আশা-আকাঙ্ক্ষা আমাদের সকলে মিলে ঐক্যবদ্ধ ভাবে বাস্তবায়ন করে নতুন বাংলাদেশ গঠন করার লক্ষে কাজ করতে হবে। ১৬ বছরের ত্যাগ আর আন্দোলনের ফসল জুলাই-আগস্টে ছাত্রজনতা এবং কোমলমতি শিশুদের আত্মত্যাগের মধ্যদিয়েই স্বৈরাচারের পতন ঘটেছিল। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে এবং নির্দেশনায় এই আন্দোলন একদফায় রূপ নেয় এবং আওয়ামীলীগ সরকারের পতণ ঘটে।
মিজানুর রহমান চৌধুরী বলেন, বিগত ১৬ বছর থেকে জুলাই-আগস্টে আন্দোলন পর্যন্ত বিএনপির অনেক নেতাকর্মী নিহত হয়েছে। এ সকল শহীদের রক্ত বৃথা যেতে দিবনা।
বাংলাদেশে গনতন্ত্র পূর্নপ্রতিষ্ঠায় এবং ভোটাধিকার নিশ্চিত করতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে কাজ করার আহ্বান জানান তিনি।
উপজেলা পরিষদের সামন থেকে শুরু হওয়া বিজয় মিছিলটি উপজেলা সমাজসেবা কার্যালয়,দোয়ারাবাজার থানা ও দোয়ারাবাজার পদক্ষিণ করে উপজেলা ভূমি অফিসের সামনে সবায় মিলিত হয়।
এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, দোয়ারাবাজার উপজেলা বিএনপির সাবেক সভাপতি শাহজাহান আলী মাষ্টার,বর্তমান আহ্বায়ক কমিটি’র সিনিয়র যুগ্মআহ্বায়ক আব্দুল মানিক মাষ্টার, যুগ্মআহ্বায়ক জাকির হোসেন, সদস্য খোরশেদ আলম, এইচএম কামাল,তাইবুর রহমান,আফিকুল ইসলাম,নুর আলী ইমরান, যুবদলের সদস্য সচিব জামাল হোসেন, যুগ্মআহ্বায়ক আব্দুল আজিজ,স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এরশাদুর রহমান, যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলম শিমু, ছাত্রদলের যুগ্মআহ্বায়ক ইব্রাহিম আল মাসুম, তানবির আহমদ,বেলায়েত হোসেন,আজিজুল হক সুমন,কলেজ ছাত্রদলের আহ্বায়ক আমিনুর রহমান রিয়াদ,শাহজালাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক নাসিমুল হুদা খুররমসহ মিজানুর রহমান চৌধুরী সমর্থিত উপজেলা বিএনপি,কৃষকদল,স্বেচ্ছাসেবক দল,যুবদল, ছাত্রদল ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ প্রমুখ।