আহমদ বিলাল খান: বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান মুসাব্বিরকে সন্ত্রাসীদের গুলিতে নির্মমভাবে হত্যার প্রতিবাদে রাঙামাটিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১০ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টায় রাঙামাটি জেলা বিএনপির কার্যালয়ের সামনে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, রাঙামাটি পার্বত্য জেলা শাখার আয়োজনে এই বিক্ষোভ মিছিল ও সভা অনুষ্ঠিত হয়। এতে জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের সর্বস্তরের নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
প্রধান অতিথির বক্তব্যে কঠোর হুঁশিয়ারি দিয়ে রাঙামাটি জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশিদ মামুন বলেন, আজিজুর রহমান মুসাব্বির শুধু বিএনপির একজন কর্মী ছিলেন না, তিনি বিগত জুলাই আন্দোলনের একজন সম্মুখ সারির যোদ্ধা। তাকে অত্যন্ত পরিকল্পিত ও নির্মমভাবে হত্যা করা হয়েছে। আজকের এই সভা থেকে পরিষ্কার ভাষায় বলতে চাই; আর শুধু প্রতিবাদ মিছিল করা হবে না। যেখানে হত্যা হবে, সেখানেই হত্যাকারীদের প্রতিহত করা হবে।
তিনি আরও বলেন, ১৭ বছর ধরে আমরা প্রতিবাদ করেছি। আর নয়। এবার হামলার জবাব হামলাতেই দেওয়া হবে। এটি কোনো উসকানি নয়, এটি আত্মরক্ষার ঘোষণা।
গুপ্ত বাহিনী ও প্রশাসনের ভূমিকা নিয়ে অভিযোগ করে অ্যাডভোকেট মামুনুর রশিদ বলেন, যারা স্বাধীনতা ও সার্বভৌমত্বের কথা বলে, সেই শক্তির একজন শহীদ ওসমান হাদীকে কিছুদিন আগে গুপ্ত বাহিনীর লোকেরা হত্যা করেছে। দুঃখজনকভাবে প্রশাসনের সহযোগিতায় হত্যাকারীদের দেশ ছাড়তে সহায়তা করা হয়েছে।
তিনি বলেন, আজ স্বাধীনতার স্বপক্ষের শক্তি, বিএনপির পক্ষে সমগ্র বাংলাদেশ ঐক্যবদ্ধ। তারেক রহমানের নেতৃত্বে নিরপেক্ষ নির্বাচনের দাবিতে বিএনপি যখন সংগঠিত হচ্ছে, ঠিক তখনই একটি গুপ্তচক্র পরিকল্পিতভাবে নেতাকর্মীদের টার্গেট করে হত্যাযজ্ঞ চালাচ্ছে।
বিক্ষোভ মিছিলে অংশগ্রহণকারী নেতাকর্মীরা অবিলম্বে হত্যাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। মিছিলকালে সংগঠনের এক নেতা বলেন, আমরা শান্তিপূর্ণ আন্দোলনে বিশ্বাস করি, তবে সন্ত্রাস ও সহিংসতার বিরুদ্ধে আপসহীন। প্রশাসনের প্রতি আহ্বান; অবিলম্বে খুনীদের গ্রেপ্তার করুন।
বিক্ষোভ মিছিল শেষে শান্তিপূর্ণভাবে কর্মসূচি সমাপ্ত হয়।



