তৈয়বুর রহমান, জগন্নাথপুর সংবাদদাতা: সুনামগঞ্জের জগন্নাথপুরের বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
আজ (৩১ডিসেম্বর) মঙ্গলবার আব্দুস সামাদ আজাদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত সম্মেলনে শ্রমিক কল্যাণ ফেডারেশন সুনামগঞ্জ জেলা সেক্রেটারি লুৎফুর রহমান দুলাল মো:দেলোয়ার হোসেন কে সভাপতি ও রুহুল আমীন কে সেক্রেটারি করে ৩১ বিশিষ্ট কমিটির নাম ঘোষণা করেন।
সম্মেলনে উপজেলা কোষাধ্যক্ষ মাইনুদ্দীন প্রধানের কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন,সুনামগঞ্জ জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সেক্রেটারি লুৎফুর রহমান দুলাল, প্রধান বক্তার বক্তব্য রাখেন সিলেটে মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশন সাবেক সেক্রেটারি ইয়াসিন এডভোকেট খান,বিশেষ অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের প্রধান উপদেষ্টা মাওলানা লুৎফুর রহমান, উপদেষ্টা মাওলানা আফজাল হোসাইন, আব্দুল কাউয়ুম,আ হ ম ওয়ালি উল্লাহ,ইউনিয়ন উপদেষ্টা তৈয়বুর রহমান, রিয়াজ উদ্দিন রাজু,শাহ আহমদ হোসাইন আকমল।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, আশারকান্দি ইউনিয়ন শ্রমিক কল্যাণ সভাপতি জসিম উদ্দিন,পাইলগাঁও ইউনিয়ন সভাপতি শাহিনুল,চিলাউড়া হলদিপুর ইউনিয়ন সভাপতি সুহেল আহমদসহ প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন পাটলী ইউনিয়নের জামায়াতের সহ প্রচার সম্পাদক আল আমিন,শ্রমিক কল্যান সভাপতি আব্দুল গফফার, জগন্নাথপুর উপজেলা উত্তর শিবিরের সাবেক সভাপতি শাহিনুর মিয়া,কলকলি ইউনিয়ন সভাপতি মাহমুদুল হাসান,সাথী সায়েমসহ আরও অনেকে।