দোয়ারাবাজার (সুনামগঞ্জ): সুনামগঞ্জের দোয়ারাবাজার সীমান্তে অভিযান চালিয়ে ৬ টি ভারতীয় গরু, জীবন বিড়ি এবং বাংলাদেশী শিং মাছ আটক করেছে বাংলাদেশী সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সোমবার ( ১১ আগষ্ট) রাত ৩ টার দিকে সিলেট ব্যাটালিয়ান ৪৮ বিজিবি এর অধীনস্থ উপজেলার বাংলাবাজার বিওপির বিশেষ টহল কমান্ডার (জেসিও ১০৭০৫) মোঃ মনজুর রাহী এর নেতৃত্বে (মেইন পিলার ১২৩৬) হতে আনুমানিক ৪০০গজ বাংলাদেশের অভ্যান্তরে কলাউড়া এলাকা হতে ভারতীয় ৬টি গরু, মূল্য -১০ লক্ষ ২০ হাজার টাকা, ৩৯,৫০০টি জীবন বিড়ি, মূল্য -২ লক্ষ ৭৬ হাজার ৫০০ টাকা এবং ১৫০ কেজি বাংলাদেশী শিং মাছ,মূল্য ৯০ হাজার টাকা জব্দ করা হয়৷ এসময় পাচারকালে বিজিবি’র উপস্থিতি ঠের পেয়ে এসব পণ্য রেখে পালিয়ে যায় চোরাকারবারিরা।
আটককৃত চোরাই পণ্যের সর্বমোট সিজার মূল্যঃ=১৩,৮৬,৫০০/- (তের লক্ষ ছিয়াশি হাজার পাঁচশত টাকা) ।