নুরুল করিম (মহেশখালী) প্রতিনিধি: মহেশখালী পৌরসভায় মেসার্স আফনান ফার্মেসী নামের একটি অত্যাধুনিক ঔষুধের দোকানে ফিতাকেটে শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
৯ ই সেপ্টেম্বর (মঙ্গলবার) বিকাল ২টায় পৌরসভার গোরকঘাটা বাজার (চৌরাস্তা মোড়) দীঘি রোড় ব্যাংক সড়কে মেসার্স আফনান ফার্মেসীর স্বত্ত্বাধিকারী মোরশোদুজামান এর উদ্যোগে আফনান ফার্মেসীর ফিতাকেটে শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।
শুভ উদ্বোধন করেন.. বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্টের মহেশখালী উপজেলার সভাপতি মোহাম্মদ কুতুবুদ্দিন, মহেশখালী পৌরসভার কেমিস্ট এন্ড ড্রাগিস্টের সভাপতি নুরুল আলম, গোরকঘাটা বাজার জামে মসজিদের ইমান মাওলানা হারুনুর রশিদ, খোন্দকার পাড়ার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা আবু নজীব, ডাক্তার রাশেদুল ইসলাম, ডাঃ খোরশেদ আলম, ফাহিম টেলিকমের অধিকারী সিরাজ খান, মাস্টার আব্দুস সালাম’সহ অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এ সময় উপস্থিত সকলেই আফনান ফার্মেসীর উত্তরোত্তর সফলতা কামনা করেন।
বক্তারা বলেছেন, ঔষধের গুণগত মান বজায় রাখতে ফার্মেসীগুলোকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। জনসাধারণের চাহিদা ও গুরুত্বের কথা চিন্তা করে একটি আফনান ফার্মেসীর কার্যক্রম চালু করা হলো, যা সাধারণ মানুষের সেবায় কাজে আসবে। ডাক্তারদের প্রেসক্রিপশন অনুযায়ী সঠিক ও ভালো ঔষধ মানুষের মাঝে সরবরাহ করতে হবে। ফার্মেসী হিসেবে আফনান ফার্মেসীর ঔষধের গুণগত মান ধরে রাখতে সদা প্রচেষ্টা থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করে উদ্বোধনী অনুষ্ঠানে উপরোক্ত কথাগুলো বলেন।