Shopping cart

Magazines cover a wide array subjects, including but not limited to fashion, lifestyle, health, politics, business, Entertainment, sports, science,

  • Home
  • আন্তর্জাতিক
  • ইসরায়েলি বাহিনীর হাতে আটক বাংলাদেশি আলোকচিত্রী ‘শহিদুল আলম’

ইসরায়েলি বাহিনীর হাতে আটক বাংলাদেশি আলোকচিত্রী ‘শহিদুল আলম’

অক্টোবর ৮, ২০২৫

ইসরায়েলি বাহিনীর হাতে আটক বাংলাদেশি আলোকচিত্রী শহিদুল আলম।

ইসরায়েলি বাহিনীর হাতে আটক বাংলাদেশি আলোকচিত্রী শহিদুল আলম।

নিজের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে এক ভিডিও বার্তায় বাংলাদেশি আলোকচিত্রী ও লেখক শহিদুল আলম জানিয়েছেন, তিনি বর্তমানে ইসরায়েলের দখলদার বাহিনীর হাতে আটক আছেন।

ভিডিও বার্তায় তিনি বলেন, “আমি শহিদুল আলম, বাংলাদেশের একজন আলোকচিত্রী এবং লেখক। আমাদের সমুদ্রে আটক করা হয়েছে এবং আমাকে ইসরায়েলের দখলদার বাহিনী অপহরণ করেছে, মার্কিন যুক্তরাষ্ট্র এবং অন্যান্য পশ্চিমা শক্তির সক্রিয় সহযোগিতা ও সহায়তায়, যারা গাজায় গণহত্যা চালাচ্ছে।”

তিনি আরও আহ্বান জানান,“আমি আমার সকল কমরেড ও বন্ধুদের অনুরোধ করছি— ফিলিস্তিনের স্বাধীনতার জন্য লড়াই চালিয়ে যান।”

এদিকে গাজা ফ্রিডম ফ্লোটিলা কর্তৃপক্ষ জানিয়েছে, ইসরায়েলি সেনাবাহিনী তাদের কনভয়ে আক্রমণ চালিয়েছে এবং গাজার দিকে যাত্রাকালে একাধিক জাহাজ আটক করেছে।

রয়টার্স জানিয়েছে, ইসরায়েলি বাহিনী গাজায় যাওয়ার পথে আরও দুটি জাহাজে উঠে পড়ে এবং সেগুলোও নিয়ন্ত্রণে নেয়।

প্রতিবেদন অনুযায়ী, গাজামুখী সুমুদ ফ্লোটিলার ৪০টির বেশি জাহাজ ও যাত্রীদের আটক করেছে ইসরায়েলি বাহিনী। এর কয়েকদিন পরই নতুন নৌবহর ‘ফ্রিডম ফ্লোটিলা’-কেও আটক করে দখলদার সেনারা।

উল্লেখ্য, এই ‘ফ্রিডম ফ্লোটিলা’ নামের নৌবহরে বাংলাদেশের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আলোকচিত্রী শহিদুল আলমও ছিলেন।

তাকে বহনকারী নৌযানের নাম ছিল ‘কনসেন্স (Conscience)’।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *