দোয়ারাবাজার (সুনামগঞ্জ): সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় ভারত-বাংলাদেশ সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর গুলিতে শফিকুল ইসলাম নামে এক বাংলাদেশী নাগরিক নিহত হয়েছে।
শুক্রবার (১১ জুলাই) দিবাগত রাতে সুনামগঞ্জ ব্যাটালিয়ন ২৮ বিজিবি অধিনস্থ উপজেলার বোগলাবাজার ইউনিয়নের বাগানবাড়ি বিজিবি ক্যাম্পের আওতাধীন ভাঙাপাড়া এলাকায় এই ঘটনাটি ঘটে।
নিহত শফিকুল ইসলাম ওই এলাকার ভাঙ্গাপাড়া গ্রামের বাসিন্দা কিতাব আলী’র পুত্র।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিরাতের ন্যায় শুক্রবার রাত ১ টার দিকে ভারতের মেঘালয় রাজ্য এলাকায় চোরাই পথে গরু আনার কাজ করতে যায় শফিকুল ইসলাম। ভারতের অভ্যন্তরে গরু চোরাচালানের সময় তাকে লক্ষ্য করে গুলি চালায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। পরে লাঁশ রেখে বিএসএফ চলে গেলে স্থানীয়রা তাকে উদ্ধার করে দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
বিষয়টি নিশ্চিত করে দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুল হক নয়া দিগন্তকে বলেন, উপজেলার বাগান বাড়ি সীমান্তে বিএসএফের গুলিতে এক বাংলাদেশী নিহত হয়েছে। রাতের আধারে সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধ পথে গরু আনতে গিয়ে মূলত এই ঘটনাটি ঘটেছে।
সুনামগঞ্জ ব্যাটালিয়ন ( ২৮) বিজিবির অধিনায়ক জাকারিয়া কাদির বলেন, শুক্রবার রাত ১টা ২০ মিনিটের দিকে দোয়ারাবাজার সীমান্তের ভাঙাপাড়ায় বিএসএফ ৩-৪ রাউন্ড গুলি ছোড়ে। এতে শফিকুল ইসলাম গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাকে পরিবারের কাছে পৌঁছে দেন। পরিবারের সদস্যরা শফিকুলকে দোয়ারাবাজার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে রাতেই তার মৃত্যু হয়।
তিনি আরও বলেন, এ ঘটনায় বিএসএফের কাছে পতাকা বৈঠকে প্রতিবাদ জানানো হয়েছে। সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে।
স্থানীয়রা জানায়, দোয়ারাবাজার উপজেলা সীমান্তে গরু চোরাচালান আগের চেয়েও বৃদ্ধি পেয়েছে। কতিপয় বিজিবি সদস্যদের হাতে নিয়েই ব্যপরোয়া ভাবে চলছে এই তান্ডব। এতে প্রায়ই বিএসএফ কর্তৃক গুলিবর্ষণের ঘটনা ঘটে।
এর আগে গত ১০ এপ্রিল দুপুরে সীমান্ত পেরিয়ে ভারতের মেঘালয়ের শিলং জেলার মোশাররম থানার নথরাই পুঞ্জি এলাকায় সুপারি চুরি করতে গিয়ে খাসিয়াদের গুলিতে কুটি মিয়া নামে (৫০) চোরাকারবারি নিহত হয়। তিনি দোয়ারাবাজার উপজেলার পেকপাড়া মোকামছড়া গ্রামের বাসিন্দা।