সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার লক্ষীপুর ইউনিয়নের ভারতীয় সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন।
শুক্রবার (১১ জুলাই) দিবাগত রাতে উপজেলার ৭ নম্বর লক্ষীপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ভাঙ্গাপাড়া গ্রামের শফিকুল নামের এক ব্যক্তি বিএসএফের গুলিতে নিহত হন। ভারতের অভ্যন্তরে গরু চোরাচালানের সময় তাকে লক্ষ্য করে গুলি চালানো হয় বলে প্রাথমিকভাবে জানা গেছে।
দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, “ রাত ১ টার দিকে সীমান্ত এলাকায় বিএসএফ গুলিবর্ষণ করে। এতে একজন নিহত হয়েছেন বলে স্থানীয়দের কাছ থেকে জানা গেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।”
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গরু চোরাচালানের উদ্দেশ্যে শফিকুল সীমান্ত এলাকায় যান। এ সময় ভারতের মেঘালয় অংশে দায়িত্বে থাকা বিএসএফ সদস্যরা গুলি ছুড়লে তিনি ঘটনাস্থলেই নিহত হন।
স্থানীয়দের অভিযোগ, সীমান্ত এলাকায় এমন গুলি ছোড়ার ঘটনা প্রায়ই ঘটে। সীমান্ত হত্যা বন্ধে দুই দেশের সরকারের মধ্যে কার্যকর উদ্যোগের দাবি জানিয়েছেন তারা।
নিহতের মরদেহ বর্তমানে পরিবারের হেফাজতে রয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে পুলিশ সূত্রে জানা গেছে।