Shopping cart

  • Home
  • বাংলাদেশ
  • অন্যান
  • বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন মহেশখালী উপজেলা দক্ষিণ শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন মহেশখালী উপজেলা দক্ষিণ শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

ডিসেম্বর ২১, ২০২৪

নুরুল করিম (মহেশখালী) প্রতিনিধি: বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন (বা.জা.ফে) মহেশখালী উপজেলা দক্ষিণ শাখার দ্বি-বার্ষিক সম্মেলন-২০২৪ অনুষ্ঠিত হয়েছে।

২১ শে ডিসেম্বর-২০২৪ (শনিবার) সকালে ছোট মহেশখালী আদর্শ উচ্চ বিদ্যালয় অডিটোরিয়াম হলে দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠানে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন উপজেলা দক্ষিন শাখার সদ্য বিদায়ী সভাপতি মাওলানা আব্দুল হক হক্কানী -এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন.. বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কক্সবাজার জেলা শাখার সভাপতি শামসুল আলম বাহাদুর।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কক্সবাজার জেলা শাখার উপদেষ্টা মোঃ জাকের হোসাইন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কক্সবাজার জেলা শাখার কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ আলী, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন মহেশখালী উপজেলা শাখার উপদেষ্টা আব্দুর রহিম, সাবেক ছাত্রনেতা বিশিষ্ট শিক্ষানুরাগী ছৈয়দুল হক, সাবেক ছাত্রনেতা ইমরানুল হক, পর্যটন থানা সাধারণ সম্পাদক আলমগীর। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন মহেশখালী পৌর শাখার উপদেষ্টা কাজ্বী মোতাহের হোসেন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন মহেশখালী পৌর শাখার সভাপতি মোহাম্মদ তারেক।

উপজেলা দক্ষিন শাখার শ্রমিক কল্যাণ ফেডারেশনের সদ্য বিদায়ী সেক্রেটারি সম্পাদক মাষ্টার মকছুদুর রহমানের এর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন. বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন হোয়ানক ইউনিয়ন শাখার সভাপতি মুবিনুল হক খোকন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ছোট মহেশখালী ইউনিয়ন শাখার সভাপতি ডাঃ শরিয়ত উল্লাহ’সহ শ্রমিক কল্যাণ ফেডারেশন ও জামায়াত নেতৃবৃন্দ।

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন মহেশখালী উপজেলা দক্ষিণ শাখার দ্বি-বার্ষিক সম্মেলন-২০২৪ অনুষ্ঠানে ২৫-২৬ সালের সভাপতি এস এম ওসমান সরওয়ার এবং আলীম উদ্দিন’কে সাধারণ সম্পাদক করে মোট ২১ সদস্য বিশিষ্ট একটি পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *