দোয়ারাবাজার (সুনামগঞ্জ): সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় বাংলাদেশ জামায়াত ইসলামী যুব বিভাগ (যুব ফোরাম) বাংলাবাজার ইউনিয়ন শাখা ২০২৪-২৫ সেশনের কমিটি গঠন সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সন্ধায় উপজেলার বাংলাবাজারস্থ কার্যালয়ে বাংলাদেশ জামায়াত ইসলামী, যুব বিভাগ বাংলাবাজার ইউনিয়ন শাখার মাসিক সাধারণ সভায় নতুন এই কমিটির তালিকা প্রকাশ করেন উপজেলা যুব ফোরামের নেতৃবৃন্দ।
এতে মো: আল আমীন রহমানকে সভাপতি ও আলী আজগরকে সেক্রেটারি করে ৯ সদস্য বিশিষ্ট এই কমিটি প্রকাশ করা হয়।
কমিটির অন্যান্যরা হলেন, আবুল হাসান -সহসভাপতি,: আল আমীন-সাংগঠনিক সম্পাদক, ডা: আব্দুল কাদির তারেক অর্থ সম্পাদক,প্রচার সম্পাদক মোস্তাক আহমদ,মুজাহিদুল ইসলাম ক্রীড়া সম্পাদক। সদস্য হিসেবে কাউছার আলম ও ফয়সাল আহমেদ নির্বাচিত হয়েছেন।