সোহেল মিয়া, দোয়ারাবাজার (সুনামগঞ্জ): বাংলাদেশ জামায়াতে ইসলামী সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়ন শাখার উদ্যোগে পবিত্র মাহে রামাদ্বানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে।
বুধবার (১৯ মার্চ) বিকালে উপজেলার স্থানীয় বাংলাবাজারে এই কর্মসূচীটি বাস্তবায়ন করে সংগঠনটি।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দোয়ারাবাজার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ডাঃ আব্দুল কুদ্দুস।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দোয়ারাবাজার উপজেলা জামায়াতের সেক্রেটারি মাও দেলোয়ার হোসাইন।
বাংলাবাজার ইউনিয়ন জামায়াতের আমীর মাও খলিলুর রহমান’র সভাপতিত্বে আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে আরও বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাও সিদ্দিকুল ইসলাম, কর্মপরিষদের সদস্য মাও সিরাজুল ইসলাম, ইউপি সদস্য মোশাররফ হোসেন,মাও ওয়াহিদুল ইসলাম প্রমুখ।
এসময় বক্তারা বলেন, কোরআনের আলোকে রাষ্ট্র পরিচালনা করাই হলো রমজানের মূল শিক্ষা। মানব জাতির সঠিক পথ প্রদর্শনের জন্য রমজান মাসে মহান আল্লাহ তায়ালা কুরআন নাযিল করেছেন। মানুষ যেন সঠিক পথে চলতে পারে, সে যাতে উত্তম চরিত্রের অধিকারী হতে এবং মানবজীবনের সকল বিষয়ের দিক নির্দেশনা রয়েছে পবিত্র কুরআনে। আল্লাহ তায়ালা বলেন এই রমজানে পবিত্র কুরআন নাযিল করেছি যাতে তোমরা মোত্তাকি হতে পারো। রমজান মাসে আমাদের শিক্ষা নিতে হবে যে, আমরা একে অপরের উপর জুলুম করবো না। আমরা অন্যের হক নষ্ট করবো না। এসময় বক্তারা আগামীর এউ রাষ্ট্রকে ইসলামি রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে সকলের সহযোগিতা কামনা করেন।
এসময় বাংলাবাজার ইউনিয়ন জামায়াতের অন্যান নেতৃবৃন্দ, বিভিন্ন ওয়ার্ড,শাখা ও উপশাখার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।