সুনামগঞ্জ সংবাদদাতা: সুনামগঞ্জের ছাতক উপজেলায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক নেতা অলিউর রহমানের বাড়িতে আওয়ামীলীগ-ছাত্রলীগের ক্যাডারদের কর্তৃক হামলার ঘটনা ঘটেছে।
গত শনিবার (৯ নভেম্বর)সন্ধায় ছাতক উপজেলার উত্তর খুরমা ইউনিয়নের সেওতর পাড়া গ্রামে এঘটনা ঘটে।
অলিউর রহমান ছাতক উপজেলা শিবিরের সাবেক সাংগঠনিক সম্পাদক ও সেওতরপাড়া গ্রামের রইছ আলী (৬৫) পুত্র।
স্থানীয় সূত্রে জানা যায়,গত ৯ নভেম্বর শনিবার সন্ধা ছুঁই ছুঁই এমন সময় ছাতক উপজেলা ছাত্রলীগের সভাপতি তাজামুল হক রিপনের নেতৃত্বে ১০ থেকে ১৫ জনের একটি দল শিবির নেতা অলিউর রহমানে’র বাড়িতে হামলা চালিয়ে ঘরের আসবাবপত্রে ব্যাপক ভাঙচুর ও অলিউর রহমানের পিতা-মাতাকেও অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং অলিউর রহমানের পিতা মো: রইছ আলী (৬৫)এর গায়েও হাত তুলে লাঞ্ছিত করে।
অলিউর রহমানের পিতা রইছ আলী জানান,হামলা করে ছাত্রলীগের ক্যাডাররা পালিয়ে গেলে প্রশাসনকে জানালে কোনো ব্যবস্থা নেয়নি প্রশাসন।
এই ন্যাক্কার জনক হামলার তিব্র নিন্দা জানান,ছাতক উপজেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাও.আকবর আলী। তিনি বলেন, দেশের বাহিরে অলিউর রহমানের রাজনৈতিক কার্যক্রম এবং সোস্যাল মিডিয়ায় সক্রিয় থাকায় তার বাড়িতে কেবলমাত্র রাজনৈতিক প্রতিহিংসার কারনে হামলা করা হয়েছে।
সেই সাথে এই ঘটনার নিন্দা জানান,বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ছাতক উপজেলা শাখার সভাপতি আব্দুল মমিন।
স্থানীয় বাসিন্দা মাওলানা ফয়সল আহমদ ও আবুল হুসেন জানান, ছাতকের উত্তর খুরমা ইউনিয়ন আওয়ামী অধ্যুষিত এলাকা। আওয়ামিলীগর সাবেক ৪ বারের এমপি মুহিবুর রহমান মানিকের বাড়ি উত্তর খুরমা ইউনিয়নে।
শেখ হাসিনা পলাতকের পরেও এই এলাকা আওয়ামীলীগের বিপরীতে রাজনৈতিক মতাদর্শীদের জন্য আতঙ্কের নাম (সংখ্যালুগু’র মতো বিএনপি -জামায়াতের নেতাকর্মীরা). তাই এই এলাকার আওয়ামী নেতাকর্মীরা এখনো তাদের প্রভাব কাটিয়ে মানুষের ক্ষয় ক্ষয়ক্ষতি করছে বিভিন্ন ভাবে।