Shopping cart

  • Home
  • বাংলাদেশ
  • অন্যান
  • ৩১ দফায় বলা হয়েছে “ধর্ম যার যার, রাষ্ট্র সবার” ‘মাধবপুরে সৈয়দ মোঃ ফয়সল’

৩১ দফায় বলা হয়েছে “ধর্ম যার যার, রাষ্ট্র সবার” ‘মাধবপুরে সৈয়দ মোঃ ফয়সল’

সেপ্টেম্বর ২২, ২০২৫

৩১ দফায় বলা হয়েছে “ধর্ম যার যার, রাষ্ট্র সবার” 'মাধবপুরে সৈয়দ মোঃ ফয়সল'

৩১ দফায় বলা হয়েছে “ধর্ম যার যার, রাষ্ট্র সবার” 'মাধবপুরে সৈয়দ মোঃ ফয়সল'

মশিউর রহমান মুর্শেদ মাধবপুর( হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক সংসদ সদস্য সৈয়দ মোঃ,ফয়সল বলেন, বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাষ্ট্র কাঠামো মেরামত করার জন্য ৩১ দফা ঘোষণা করেছেন।

৩১ দফার ১৬ নাম্বার দফায় বলা হয়েছে “ধর্ম যার যার, রাষ্ট্র সবার” – এই মূলনীতির ভিত্তিতে প্রত্যেক নাগরিকের নিজ ধর্ম পালনের পূর্ণ অধিকার নিশ্চিত করার অঙ্গীকার করা হয়েছে। জাতিগত ও ধর্মীয় সংখ্যালঘুদের সংবিধানস্বীকৃত সকল অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করা হবে। বিগত সময়ে সংখ্যালঘুদের মন্দির, বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠানে হামলা কিংবা সম্পত্তি দখলের ঘটনার পুনরাবৃত্তি রোধে কঠোর ব্যবস্থা গ্রহণের প্রতিশ্রুতি দিয়েছে বিএনপি। পাহাড়ি ও সমতলের সকল ক্ষুদ্র জাতিগোষ্ঠীর অধিকার সুরক্ষায় বিশেষ মনোযোগ দেওয়ার কথাও এতে উল্লেখ আছে।

আমরা সৌহার্দ সম্প্রীতির বাংলাদেশ চাই।বাংলাদেশের ভূখণ্ডে সকল নাগরিকের সমান অধিকার। সব ধর্মের লোক সমান মর্যাদার অধিকারী। সব নাগরিক তার ধর্ম ও সাংস্কৃতিক কর্মকাণ্ড স্বাধীনভাবে পালন করবে। এই ঐতিহ্য সৌহার্দ ও সম্প্রীতির বন্ধন বাংলাদেশে প্রাচীন কাল থেকে চলে আসছে।বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও তাঁর দল এই চেতনার ধারক ও বাহক।রোববার দুপুরে হবিগঞ্জের মাধবপুরে শারদীয় দুর্গা পুজা উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ১শ১৫ টি পুজা মণ্ডপের নেতৃবৃন্দের কাছে অনুদানের অর্থ বিতরন অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।তিনি আরো বলেন,ফেব্রুয়ারির প্রথমার্ধে বাংলাদেশে সর্বকালের গ্রহণযোগ্য স্বচ্ছ নির্বাচন হবে।দেশের মানুষ নির্বাচনের জন্য অপেক্ষা করছে।তারেক রহমান কিছু দিনের মধ্যে দেশে ফিরে আসবেন।জনগণের রায়ে তিনি দেশের প্রধানমন্ত্রী হবেন ইনশাল্লাহ। ভয়ের কোন কারন নেই, জন্মগতভাবে সবাই বাংলাদেশের নাগরিক। বিএনপি এদেশের জনগণের সুখ শান্তি সমৃদ্ধি চায়।কিন্তু নতুন করে এখন বিএনপির বিরুদ্ধে রাজনৈতিক ষড়যন্ত্র শুরু করেছে।তবে দেশের জনগণ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্ব আজ পুরো জাতি ঐক্যবদ্ধ। তিনি বলেন,আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমি হবিগঞ্জ ৪ মাধবপুর চুনারুঘাট আসনে বিএনপির মনোনীত প্রার্থী হয়ে নির্বাচন করতে চাই।আমার জীবনের শেষ পর্যন্ত জনগণের সেবা করে যেতে চাই।

পুজা উদযাপন ফ্রন্ট ও পুজা উদযাপন পরিষদের যৌথ আয়োজনে সুরঞ্জন পালের সভাপতিত্বে সাংবাদিক আলা উদ্দিন আল রনির পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্যে সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ মোঃ,শাহজাহান বলেন,সবাই তার স্বস্ব ধর্ম পালন করলে সমাজে শান্তি শৃংখলা বৃদ্ধি পায়।এতে সমাজ আরো উপকৃত হয়।এবার দুর্গাপূজা জাঁকজমকপূর্ণ করতে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি বিএনপির প্রতিটি কর্মী অতন্দ্র প্রহরীর মতো কাজ করবে। অন্যানদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি সভাপতি সামছুল ইসলাম কামাল, পৌর বিএনপি’র সভাপতি গোলাফ খান সদ্য সাবেক মেয়র আলহাজ্ব হাবিবুর রহমান মানিক পৌর বিএনপি’র াবেক সভাপতি সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল আজিজ সহ সভাপতি চেয়ারম্যান পারভেজ হোসেন চৌধুরী,সহসভাপতি অলিউল্লাহ,ও পুজামমন্ডব কমিটির নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *