Shopping cart

Magazines cover a wide array subjects, including but not limited to fashion, lifestyle, health, politics, business, Entertainment, sports, science,

পাকিস্তানে হঠাৎ ভারী বৃষ্টির ফলে অন্তত ৪৩ জনের মৃত্যু

আগস্ট ১৫, ২০২৫

পাকিস্তানে হঠাৎ ভারী বৃষ্টির ফলে অন্তত ৪৩ জনের মৃত্যু।

পাকিস্তানে হঠাৎ ভারী বৃষ্টির ফলে অন্তত ৪৩ জনের মৃত্যু।

হঠাৎ ভারী বর্ষণের ফলে পাকিস্তনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়ায় ভারী বৃষ্টিপাতে অন্তত ৪৩ জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৪ জনের ও বেশি।

আজ শুক্রবার (১৫ আগস্ট) সংবাদমাধ্যম দ্য ডনের এক বিবৃতিতে জানা যায়, যে খাইবার পাখতুনখোয়ার বাজাউর, লোয়ারদির এবং বাট্টাগ্রাম জেলায় বৃষ্টিপাতের কারণে এসব হতাহতের ঘটনা ঘটে।

এ প্রতিবেদনে আরো বলা হয়, জুনের শেষের দিক থেকে মৌসুমি বৃষ্টিপাতের কারণে দেশজুড়ে বিশেষ করে উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়ায় ভয়াবহ বন্যা ও ভূমিধসঅব্যাহত রয়েছে । এ ঘটনায় হাজারো মানুষ বাস্তুচ্যুত হয়েছে।

দ্য ডন বলছে, জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এনডিএমএ থেকে প্রকাশিত সবর্শেষ তথ্যানুযায়ী, ২৬ জুন থেকে পাকিস্তানের বিভিন্ন অংশে আকস্মিক বন্যা এবং ভারী বৃষ্টিপাতের ফলে কমপক্ষে ১৪২জন শিশুসহ অন্তত ৩২৫ জন মারা গেছেন । একই সময়ে আহত হয়েছেন আরো ৭৪৩ জন।

রেসকিউটিম ১১২২ (জরুরী পরিষেবা সংস্থা) এর মুখপাত্র বিলাল আহমেদ ফৈজি দ্য ডনকে বলেন, বাজাউরের সালারজাই তহসিলের জাবররাই গ্রামে মেঘভাঙ্গা বৃষ্টিপাতের কারণে সৃষ্ট আকস্মিক বন্যায় বেশ কয়েকজন হতাহত হওয়ার খবর পাওয়া গেছে।

জনাব বিলাল আরো বলেন, আমাদের উদ্ধারকারী দল বাসিন্দাদের সহযোগিতায় এখন পর্যন্ত ১৬টি মরদেহ উদ্ধার করেছে। এছাড়া ধ্বংসস্তূপ ও বৃষ্টির পানি থেকে তিনজনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *