Shopping cart

দোয়ারাবাজারে পরিদর্শনে সেনাবাহিনীর বিগ্রেডিয়ার জেনারেল। 

ডিসেম্বর ৫, ২০২৪

দোয়ারাবাজার (সুনামগঞ্জ): সুনামগঞ্জের দোয়ারাবাজারে সনাতন ধর্মাবলম্বী ( হিন্দু) সম্প্রদায়ের যুবক কর্তৃক পবিত্র ধর্মগ্রন্থ কোরআন শরীফ অবমাননাকে কেন্দ্র করে ঘটে যাওয়া সাম্প্রতিক ঘটনাস্থল পরিদর্শন করেছে বাংলাদেশ সেনাবাহিনীর বিগ্রেডিয়ার জেনারেল ফারুক আহমদ।

বুধবার দুপুর ১২ টার দিকে দোয়ারাবাজার সদরের বিভিন্ন গ্রামে অবস্থিত  সনাতন ধর্মাবলম্বীদের বসতঘর ও ধর্মীয় উপাস্যনালয়গুলো পরিদর্শন করেন তিনি।

এসময় দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা নেহের নিগার তনু, সুনামগঞ্জ জেলা পুলিশের এএসপি (ছাতক-দোয়ারা) সার্কেল রনজয় চন্দ্র মল্লিক, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সুশান্ত কুমার সিংহ,দোয়ারাবাজার থানার ওসি জাহিদুল হক, উপজেলা এলজিইডি কর্মকর্তা আব্দুল হামিদ, সমাজ সেবা কর্মকর্তা কামরুল ইসলাম, সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আলহাজ্ব আব্দুল বারী, দোয়ারাবাজার উপজেলা যুবদলের সভাপতি ও সনাতনী নেতা বাবু মাধব রায়, উপজেলা যুবদলের সদস্য সচিব জামাল উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি এরশাদুর রহমান মেম্বার, দোয়ারাবাজার উপজেলা প্রেসক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক সোহেল মিয়া, সাংগঠনিক সম্পাদক মামুন মুন্সি, সনাতন ধর্মাবলম্বীদের স্থানীয় নেতা, সেনাবাহিনী ও পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা প্রমুখ।

এর আগে, মঙ্গলবার (৩ ডিসেম্বর) সন্ধায় দোয়ারাবাজারের মংলারগাঁও গ্রামের প্রফুল্ল দাসের পুত্র আকাশ দাস (২২) নামে ওই যুবক পবিত্র কোরআন শরিফে পা-দিয়ে একটি ছবি সমাজিক মাধ্যম ফেইসবুকে পোষ্ট করে। পরবর্তীতে স্থানীয়দের অভিযোগে দোয়ারাবাজার থানা পুলিশ ওই যুবকে আটক করে। এই ঘটনাটিকে কেন্দ্র করে সমাজিক যোগাযোগ মাধ্যমে নিন্দার জড় উঠলে রাতেই উপজেলা সদর ও দোয়ারাবাজার থানার আশপাশ এলাকায় ইসলাম প্রিয় জনতা জড়ো হয়ে বিক্ষোভ মিছিল করে। পরবর্তীতে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, পুলিশ ও সেনাবাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

পুলিশ,সেনাবাহিনী ও স্থানীয় সূত্রে জানা যায়, এই ঘটনাকে কেন্দ্র করে দুষ্কৃতকারী একটি গোষ্টী সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর উদ্দেশ্যে ফেইসবুকে নানান অপপ্রচার করে। পরে দ্বীরে দ্বীরে এলাকার পরিস্থিতি থমথমে অবস্থা বিরাজ করায় ওই রাত থেকেই দোয়ারাবাজার সদরের সকল ধর্মালম্বীদের ধর্মীয় উপাস্যনালয়,হিন্দু ধর্মালম্বীদের বসতঘর ও ব্যবসা প্রতিষ্টানে পুলিশ ও সেনাবাহিনীর নিরাপত্তা জোরদার করা হয়। সার্বিক এসব পরিস্থিতি ও সনাতন ধর্মাবলম্বীদের খোঁজ খবর নিতে পরিদর্শনে আসেন সেনাবাহিনীর এই কর্মকর্তা।

এর আগে, গতকাল (৪ ডিসেম্বর) এই ঘটনাস্থল পরিদর্শন করেন পুলিশের ডিআইজি মো: মুশফেকুর রহমান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *