দোয়ারাবাজার (সুনামগঞ্জ): সুনামগঞ্জের দোয়ারাবাজারে এক সৌদি প্রবাসীর জমি থেকে গাছ কেটে নেওয়ার অভিযোগ উঠেছে প্রতিবেশির বিরুদ্ধে। দোয়ারাবাজার সদর ইউপি’র মংলারগাঁও এলাকায় এই ঘটনা ঘটে এবিষয়ে গত ২২ আগষ্ট ( শুক্রবার) দোয়ারাবাজার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন প্রবাসী আব্দুল বাছিত’র স্ত্রী মোছা: আনোয়ারা বেগম(৩৫)।
অভিযোগ সূত্রে জানা যায়, সৌদি আরব প্রবাসী আব্দুল বাছিত’র ক্রয়ক্রিত নিজস্ব মালিকানাধীন জমি (বাগান) হতে পাশবর্তী নৈনগাঁও গ্রামের মৃত: আব্দুস সামাদের পুত্র চমক আলী (৫৫),নুরুল ইসলামের পুত্র বাতির মিয়া (২৫)এবং সঙ্গীয় কয়েকজন দেশীয় অস্ত্র -স্বস্ত্র নিয়া গত ১৯ আগষ্ট (মঙ্গলবার) সকালে গাছ ও বাঁশ কেটে নিয়ে যায়।
তারা প্রবাসীর সীমানা প্রাচীর ভেঙে ৩টি নারিকেল, ৩টি আমগাছ, ৩টি ইউক্যালিপটাস, ৩টি বেলগাছ, ৩টি কাঁঠালগাছসহ অন্যান্য গাছপালা কর্তনপূর্বক ব্যাপক ক্ষতিসাধন করে। যার আনুমানিক ২০,০০০/- (বিশ হাজার) টাকা । এসময় তারা আরও ৩টি আমগাছ, ৩টি বেলগাছ, ৩টি ইউক্যালিপটাস গাছ কর্তন করে রশি দিয়ে বেঁধে ঠেলা গাড়িযোগে লুট করে নিয়ে যায়। তার মূল্য অনুমানিক ৩০,০০০/- (ত্রিশ হাজার) টাকা। পরবর্তীতে এবিষয়ে সংবাদ পেয়ে বাদীনি সরজমিনে গিয়ে প্রতিবেশিদের স্বাক্ষী প্রমানে ঘটনার সত্যতা পাওয়ায় দোয়ারাবাজার অভিযোগটি দায়ের করেন।
উপরোল্লিখিত ক্ষতিপূরণ ও ন্যায় বিচার চেয়ে প্রবাসী স্ত্রী আনোয়ারা বেগম বলেন,তাদের বসতঘর থেকে ক্ষতির স্বীকার হওয়া জমিটি প্রায় ২ কিলোমিটার দূরত্বে। গাছপালা কেটে নেওয়ার বিষয়টি যদি সঠিক বিচার নিশ্চিত করা সম্ভব না হয় তাহলে যেকোনো সময় জমির অন্যাসব সম্পত্তি লুট করে নিয়ে যাওয়ার শঙ্কায় দিন পার করছেন।
বিষয়টি সত্যতা নিশ্চিত করে অভিযুক্ত চমক আলী বলেন,আমি গাছের ডালপালা ক্রয় করে নিছি।
এবিষয়ে দোয়ারাবাজার থানায় অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুল হক জানান, অভিযোগ পেয়েছি। তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।