দোয়ারাবাজার (সুনামগঞ্জ): শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে অভিভাবক সমাবেশ’র আয়োজন করেছে দোয়ারাবাজার উপজেলার সর্বোচ্চ বৃত্তিপ্রাপ্ত শিক্ষাপ্রতিষ্ঠান আল মদিনা একাডেমি।
রবিবার (১৩ এপ্রিল) দুপুরে ঐতিহ্যবাহী এই প্রতিষ্ঠানের শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে স্থানীয় নরসিংপুরে অবস্থিত আল মদিনা একাডেমি ক্যাম্পাসে এ অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়।
শিক্ষার মান উন্নয়নের লক্ষে অভিভাকদের নিকট হতে শিক্ষার্থীদের সুবিধা অসুবিধার কথা শুনেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান সহ বিদ্যালয়ের শিক্ষার মানউন্নয়নকল্পে বিভিন্ন দিক-নিদের্শনা মূলক বক্তব্য প্রদান করেন প্রতিষ্ঠানের পরিচালক রফিকুর রহমান ও সহকারি শিক্ষক সালমান ফারসী।
অভিভাবকদের মধ্যে বক্তব্য রাখেন মাষ্টার আজিজুর রহমান অলিল, নজরুল ইসলাম, ফখর উদ্দিন, ইসমাঈল হোসাইন ও অভিভাবকবৃন্দ।
এসময় সহকারী শিক্ষিকা নিলুফা আক্তার,সহকারী শিক্ষক ইয়াকুব আল হাসান,ইমরান আহমদ, অন্যান্য শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।