Shopping cart

বর্ণিল আয়োজনে নবীনদের বরণ করে নিলো দোয়ারাবাজারের আল মদিনা একাডেমি 

জানুয়ারি ১৮, ২০২৫

সোহেল মিয়া, দোয়ারাবাজার(সুনামগঞ্জ): বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে নবীণ শিক্ষার্থীদের উষ্ণ অভ্যর্থনায় বরণ করে নিয়েছে আল মদিনা একাডেমি। দোয়ারাবাজার উপজেলার স্থানীয় নরসিংপুরে অবস্থিত ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানটিতে ২০২৫ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া শিক্ষার্থীদের বরণ করে নেয়া হয়।

শনিবার (১৮ জানুয়ারি) বর্ণিল সাজে সজ্জিত একাডেমি ক্যাম্পাসে অভিভাবক ও শিক্ষার্থীদের ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে এ নবীন বরণ অনুষ্ঠিত হয়।

ঘড়ির কাঁটায় তখন ঠিক সাড়ে দশটা। নবীন বরণ মঞ্চের সাউন্ড সিস্টেম সচল হয়ে উঠে। সাজানো গোছানো মঞ্চে আগ থেকেই সারিবদ্ধভাবে বসা ছোট্ট সোনামনিদের চোখে মুখে আনন্দের স্রোত। হাতে হাতে চকলেট আর রঙিন বেলুন পেয়ে তারা আরো মহাখুশি। একে একে নতুন ভর্তিকৃত শতাধিক ছাত্র ছাত্রীদের উপহার প্রদানের মধ্য দিয়ে ফুল দিয়ে বরণ করেনেন দোয়ারাবাজার উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মোস্তাফিজুর রহমান, দোয়ারা শিক্ষা ফাউন্ডেশন’র চেয়ারম্যান রফিজ আলী, সদস্য সচিব অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, রাগিব রাবেয়া উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান, দোয়ারাবাজার উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশন’র সভাপতি মুজিবুর রহমান।

নবীন শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে বক্তব্যে উপস্থিত অতিথিগণ বলেন, শিক্ষা হচ্ছে জ্ঞান লাভের একটি প্রক্রিয়া ও ব্যক্তি সম্ভাবনার প্রকৃত শক্তি। শিক্ষা মানে মানব আত্মার বুদ্ধি। যে জাতি যত শিক্ষিত, সে জাতি ততো উন্নত। তিনি আশাবাদ ব্যক্ত করে নবীনদের উদ্দেশ্যে বলেন, তোমাদের মধ্যে যে অমিত সম্ভাবনা আছে এর পরিপূর্ণ বিকাশে তোমরা সদা সজাগ হবে।

এসময় প্রধান অতিথি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের সুপারভাইজার মোস্তাফিজুর রহমান বলেন, আল মদিনা একাডেমি’তে নতুন ভর্তি হওয়া শিক্ষার্থীদের বরণ করে নিতে যে আয়োজন করা হয়েছে। এমন আয়োজন আমার আর চোখে পড়েনি। শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে ও লেখাপড়ায় মনোযোগ বাড়তে এমন আয়োজন সত্যিই উৎসাহ ও অনুপ্রেরণা যোগায়।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, নসকস সভাপতি শফিকুল ইসলাম, আলহাজ্ব আতাউর রহমান, খলিলুর রহমান,নসকস’র সেক্রেটারি হোসাইন আহমদ, অভিভাবক আবিদ রনি, রুকন উদ্দিন, নজরুল ইসলাম, ইসমাঈল আল সানি, মারুফ আহমদ, আল মদিনা একাডেমি’র শিক্ষক জুয়েল আহমদ, নিলুফা বেগম, রুমেনা বেগম, সালমান ফার্সি, জাবেদুল হাসান, ইয়াকুব আল হাসান, মোজাম্মেল হক, ইমরান আহমদ, হানিফা জান্নাত বুশরা, সাদিয়া আক্তার, মার্জিয়া আক্তার, মুরসানা আক্তার, শিক্ষার্থীদের অভিভাবক ও বিভিন্ন এলাকা হতে আগত অতিথিবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *