মহসিন রেজা মানিক সুনামগঞ্জ: সুনামগঞ্জ শহরের হাছননগরে নিজের বাসায় নৃশংসভাবে খুন হয়েছেন মা ও ছেলে। নিহতরা হলেন তারা হলেন শহরের হাছনগররস্থ এসপি বাংলোর পাশ্ববর্তী এলাকার জাহেদুল ইসলামের স্ত্রী ও ফরিফা বেগম (৫৫) ও তার ছেলে মিনহাজুল ইসলাম (২০)। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে আটটায় কাজের ভুয়া এসে ঘরের ভেতরে এই দুইজনের বিভৎস লাশ দেখে আশপাশের মানুষকে জানায়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে। এ ঘটনায় রহস্য উদঘাটন করতে সুনামগঞ্জ পুলিশের সাথে সিলেট থেকে পিবিআই এসে কাজ শুরু করেছে। হত্যাকাণ্ডের ক্রাইম সিন জব্দ করা হয়েছে। প্রথমিকভাবে আসামীও সনাক্ত করা হয়েছে। তবে তদন্তের স্বার্থে নাম প্রকাশ করা হচ্ছে না বলে জানান সদর থানার ওসি নাজমুল হক।
এদিকে প্রতিবেশী ও স্বজনরা জানিয়েছেন, চার বছর আগে ফরিদা বেগমের স্বামী জাহেদুল ইসলাম মারা যান। তার এক ছেলে ও এক মেয়ে। মেয়েকে স্বামীর সাথে যুক্তরাজ্যে বসবাস করছে । বাসায় থাকতেন ফরিদা বেগম ও তার কলেজ পড়ুয়া ছেলে মিনহাজুল ইসলাম (২০)। সম্প্রতি খালাতো বোন নার্গিস বেগম ও তার মাদ্রাসা পড়ুয়া ছেলে ফাহমিদও এই বাসাতেই থাকতো। তিনদিন আগে ঢাকা থেকে এই বাসায় আসে নার্গিস বেগমের ছেলে ফয়সল আহমদ (৩০)। সে মাদকাশক্ত ছিল বলে জানিয়েছেন স্বজন ও প্রতিবেশীরা।
ঘটনার পর ফয়সল ও ফাহমিদ এই দুইজনকে পাওয়া যাচ্ছে না। তাদের মোবাইল ফোনও বন্ধ রয়েছে। তবে নার্গিস বেগমকে অজ্ঞান অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। সুনামগঞ্জ জেলার পুলিশ সুপার মো: আনোয়ারুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন শেষে পূর্ব শত্রুতার জেরে পরিকল্পিতভাবে এমন নৃশংস ঘটনা সংঘটিত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে বলে জানান তিনি ।