দোয়ারাবাজার(সুনামগঞ্জ): সুনামগঞ্জের দোয়ারাবাজারে গৃহবধূ শামসুন্নাহার বেগম (৩৫) হত্যা মামলার অন্যতম আসামী হোসেন মিয়া (৩০) কে গ্রেফতার করেছে দোয়ারাবাজার থানা পুলিশ।
মঙ্গলবার (১০ ডিসেম্বর) সন্ধায় দোয়ারাবাজার থানার ওসি জাহিদুল হক’র নিদর্শনায় এসআই মোহাম্মদ আতিয়ার রহমানের বিশেষ কর্মদক্ষতায় ছাতক থানাধীন টেটিয়ারচর এলাকা থেকে এসআই মোহাম্মদ আতিয়ার রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে তাকে গ্রেফতার করে।
মঙ্গলবার রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুল হক।
গ্রেফতারকৃত আসামী হোসেন মিয়া বাজিতপুর গ্রামের আরিফ উল্লাহ’র পুত্র।
এর আগে, চলতি বছরের ১৩ নভেম্বর উপজেলার বাজিতপুর গ্রামে ছাগলে গাছের পাতা খাওয়াকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে রাত ৯ টার দিকে নিহত হয় ওই গ্রামের সুনাই মিয়া’র মেয়ে শামসুন্নাহার বেগম।