দোয়ারাবাজার(সুনামগঞ্জ): সুনামগঞ্জ -৫ (ছাতক-দোয়ারা) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এমপি পদপ্রার্থী অধ্যক্ষ মাওলানা আব্দুস সালাম আল মাদানী বলেছেন, জামায়াতে ইসলামী ক্ষমতায় আসলে চাঁদাবাজ, লুটতরাজ ও দুর্নীতিমুক্ত একটি দেশ গঠন করতে চায়। দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে জামায়াতে ইসলামীকে নির্বাচিত করলে দেশে কোন চাঁদাবাজি ও দখলবাজি হবেনা, লুটতরাজরা মানুষের অধিকার ও সম্পত্ত লুট করে নিতে সুযোগ পাবেনা। জামায়াতে ইসলামী নির্বাচিত হলে অবহেলিত ছাতক-দোয়ারার মানুষের সার্বিক ব্যবস্থার উন্নয়ন করা হবে। উন্নয়নের জন্য কেউ বাড়িতে আসতে হবেনা,জামায়াতের নেতাকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে মানুষের রাষ্ট্রীয় অধিকার বুঝিয়ে দিবে।
জামায়াতে ইসলামী দূর্নীতিমুক্ত,শোষন মুক্ত, ন্যায় ও ইনসাফ ভিত্তিক একটি রাষ্ট্র গঠন করতে চায়।
বুধবার (২০ আগষ্ট) দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়নে দিনব্যাপী গণসংযোগ ও পথসভা শেষে সন্ধা সাড়ে ৭ টায় স্থানীয় নরসিংপুর বাজারে সংক্ষিপ্ত বক্তব্যে মাওলানা আব্দুস সালাম আল মাদানী এসব কথা বলেন।
তিনি বলেন, জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে কর্মক্ষেত্রে মেধা ও যোগ্যতার ভিত্তিতে নারীদের অংশগ্রহণ নিশ্চিত করা হবে। কোন বেকার থাকবেনা,দেশে পর্যাপ্ত কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত বাংলাদেশের হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টানদের ওপর কারা কারা অত্যাচার করেছে, তাদের সম্পত্তি কারা দখল করেছে, জামায়াত ক্ষমতায় গেলে যারা দোষী, তাদের বিচার করা হবে।
মাওলানা আব্দুস সালাম মাদানী বলেন, দীর্ঘদিন ১৭ বছরের স্বৈরাচার আওয়ামীলীগ সরকারের ক্ষমতার অবসান ঘটে ৫ আগষ্ট ছাত্র-জনতার গনঅভ্যুত্থানের মাধ্যমে। বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং ইসলামী ছাত্রশিবির ছিলো সেই আন্দোলনের অন্যতম অগ্রসৈনিক।
তিনি আরও বলেন বিগত ১৭ বছর যে সাদা পাথর লুট হয়নি,এই একবছরে সাড়ে ৩ হাজারের ও বেশি টাকার পাথর লুটপাট হয়েছে। তারা মানুষের জায়গা দখল করে নিচ্ছে,চাঁদাবাজি করছে। চাঁদা না পাওয়ায় পাথর নিক্ষেপ করে হিংস্রপ্রানীর মতো তারা মানুষকে খুঁন করছে। মানুষ এখন আর এরকম কোন স্বৈরাচারকে ক্ষমতায় চায়না। মানুষ এখন ইসলামী দলগুলোকে চায়,ইসলামী শাসন ব্যবস্থা চায়।
সকাল ১০ টায় নরসিংপুর ইউনিয়নের বৃটিশ পয়েন্ট থেকে শুরু হওয়া গণসংযোগ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান,অসুস্থ বিভিন্ন এলাকার সমাজসেবক, মৃত্যুবরণকারী সাবেক জামায়াতে ইসলামীর পরিবারের সাথে স্বাক্ষাৎ, চাইরগাঁও বাজারে গণসংযোগ, পূর্বচাইরগাঁও-পূর্বসোনাপুর খেয়াঘাটে গণসংযোগ, পথসভা, নরসিংপুর বাজারে গণসংযোগ শেষে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন তিনি।
পথসভায়, মাওলানা আব্দুস সালাম মাদানী’র সফর সঙ্গী ছিলেন,সিলেট কোতোয়ালি থানা জামায়াতের নায়েবে আমীর অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, ছাতক উপজেলা জামায়াতে ইসলামী নেতা নাজমুল হোসেন, দোয়ারাবাজার উপজেলা জামায়াতের নেতা খলিলুর রহমান, সিলেট মহানগর জামায়াতের নেতা আলিমুর রহমান, এখলাসুর রহমান আবিদ।
এসময় নরসিংপুর ইউনিয়ন জামায়াতের আমীর আলহাজ্ব আতাউর রহমান, সেক্রেটারি রফিকুর রহমান, জামায়াতে নেতা মাওলানা আইয়ুব আলী, নরসিংপুর ইউনিয়ন জামায়াতের কোষাধ্যক্ষ আব্দুল মনাফ, এসিস্ট্যান্ট সেক্রেটারি মাও সাইফুুর রহমান, যুব ফোরাম নরসিংপুর ইউনিয়ন শাখার সভাপতি আবিদ রনি, সহ-সভাপতি ও সাবেক ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম, শ্রমিক কল্যাণ ফেডারেশন’র সভাপতি তেরাব আলী, জামায়াতে নেতা মাষ্টার আব্দুল আউয়াল,মাষ্টার রুহুল আমিন, হাফিজ নজরুল ইসলাম, হাফিজ সামছুল আলম,আব্দুল মতিন,মাওলানা আশিকুর রহমান, আবু সালেহ মোহাম্মদ বুরহান, আব্দুল আলিম, জামায়াত ইসলামী, ইসলামী ছাত্রশিবির এবং অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ইউনিয়নের বিভিন্ন উপশাখা ও ওয়ার্ড শাখা থেকে নেতা–কর্মীরা ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড নিয়ে পথসভায় যোগ দেন।