Shopping cart

দশ তলা হোটেল ধসে পড়ল আর্জেন্টিনায়।

অক্টোবর ৩০, ২০২৪

ছবি সংগ্রহীত

ছবি সংগ্রহীত

আর্জেন্টিনার সময় মঙ্গলবার (২৯ অক্টোবর ২০২৪) সকালে দেশটির ভিলা গেসেলে অবস্থিত এই ১০ তলা হোটেলটি ধসে পড়ে। এতে অন্তত ১জনের মৃ’ত্যু হয়েছে এবং ধ্বংসস্তূপের নিচে আরও অন্তত নয় জন আটকা পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। আটকা পড়া সবাই নির্মাণ শ্রমিক। তাদের উদ্ধারে তৎপরতা চালাচ্ছেন দেশটির উদ্ধারকর্মীরা, খবর সিএনএন (CNN) এর। হোটেল ধসের ঘটনায় যে ব্যক্তি মারা গেছেন তার বয়স আশি বছর বলে ধারণা করা হচ্ছে। তিনি হোটেলটির পাশের একটি বাড়িতে থাকতেন। তবে কীভাবে তিনি মা’রা গেলেন সেটি এখনও স্পষ্ট নয়। এ ঘটনায় তার স্ত্রীকে উদ্ধার করা হলেও তাদের ছেলে ঘটনা স্থলে ছিল কিনা সেটি নিশ্চিত হওয়া যায়নি।

দেশটির স্থানীয় একটি সংবাদ মাধ্যমে বলা হচ্ছে, হোটেলটিতে সংস্কার কাজ চলছিল। এ ছাড়া গোপনে পৌরসভার অনুমতি ছাড়া এটি চালানো হচ্ছিল।

সিএনএন (CNN) জানিয়েছে, হোটেলটি পুরনো, (১৯৮৬ সালে) চালু হয়েছিল। এ কারণে এর ভেতরে সংস্কার কাজ চালানো হচ্ছিল। কিন্তু সংস্কার কাজ চালানোর মতো অবস্থা না থাকায় পৌরসভা কর্তৃপক্ষ কাজ বন্ধ করে দেয়ার ঘোষণা দেয়। তা সত্ত্বেও এটি আবারও চালু করার চেষ্টা করা হলে এই ভয়াবহ দু’র্ঘটনা ঘটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *