দোয়ারাবাজার (সুনামগঞ্জ): সুনামগঞ্জের দোয়ারাবাজারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহতের তালিকা যাচাইয়ের লক্ষ্যে শিক্ষার্থী প্রতিনিধিদের সাথে উপজেলা প্রশাসনের সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৮ নভেম্বর) সকাল ১১ টায় দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।
দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা নেহের নিগার তনু’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ ওসি জাহিদুল হক, উপজেলা সমাজসেবা কর্মকর্তা কামরুল ইসলাম,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত চিকিৎসক ডাঃ মতিউর রহমান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সুনামগঞ্জ জেলা আহ্বায়ক কমিটির সদস্য সোহেল মিয়া ও রাজিব আহমদ।
এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আগষ্টে ছাত্রলীগ ও যুবলীগের হামলায় সংঘটিত ঘটনায় বিভিন্ন অঞ্চলে আন্দোলনে অংশগ্রহণ করে আহত দোয়ারাবাজার উপজেলার ৫ জনের তালিকা নিয়ে আলোচনা হয়।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে জানতে চান নিহত ও আহতদের তালিকা সঠিকভাবে হয়েছে কিনা, কেউ বাদ গিয়েছে কিনা,অথবা বেসরকারী ক্লিনিকে যারা চিকিৎসা নিয়েছে তারা তালিকায় অর্ন্তভুক্ত হয়েছে কিনা। এ সময় ছাত্র সমন্বয়ক প্রতিনিধিরা তালিকা দেখেন। তারা ও কতৃপক্ষ তালিকা যাচাই ও বাছাই করার জন্য সময় নেন।