Shopping cart

Magazines cover a wide array subjects, including but not limited to fashion, lifestyle, health, politics, business, Entertainment, sports, science,

  • Home
  • বাংলাদেশ
  • অন্যান
  • র‍‍্যাবের জালে আশুলিয়া এলাকার শীর্ষ সন্ত্রাসী ঘাড়কাটা জুয়েল পাগলা জুয়েল গ্রেফতার

র‍‍্যাবের জালে আশুলিয়া এলাকার শীর্ষ সন্ত্রাসী ঘাড়কাটা জুয়েল পাগলা জুয়েল গ্রেফতার

মে ২, ২০২৫

আশুলিয়া প্রতিনিধি, মোঃ বাবুল হোসেন: র‌্যাব-৪ প্রতিষ্ঠালগ্ন থেকে সমাজের বিভিন্ন অপরাধের উৎস উদ্ঘাটন, অপরাধীদের গ্রেফতার, অপরাধ দমন ও আইন শৃঙ্খলার সামগ্রিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

এাছাড়াও বিভিন্ন চাঞ্চল্যকর এবং আলোচিত অপরাধের অপরাধীসহ খুন, চাঁদাবাজি, চুরি, ডাকাতি ও ছিনতাই চক্রের সাথে জড়িত বিভিন্ন সংঘবদ্ধ ও সক্রিয় সন্ত্রাসী বাহিনীর সদস্যদের গ্রেফতার করে সাধারণ জনগণের শান্তিপূর্ণ পরিবেশ বিনির্মাণের লক্ষ্যে জোড়ালো তৎপরতা অব্যাহত রয়েছে।

এরই ধারাবাহিকতায় র‌্যাব-৪, সিপিসি-২, নবীনগর, সাভার এবং র‍্যাব-১২, সিপিএসসি, বগুড়া এর একটি যৌথ আভিযানিক দল বগুড়া জেলা ধুনট থানা মাঠপাড়া এলাকা হতে আশুলিয়া এলাকার শীর্ষ সন্ত্রাসী ঘাড়কাটা জুয়েল @ পাগলা জুয়েল (৩৫)’কে গ্রেফতার করতে সমর্থ হয়।

গত ইং ২৯/০৪/২০২৫ তারিখ বেলা ১১:৪৫ ঘটিকার র‍্যাব-৪ সিপিসি-২ এর গোয়েন্দা দল গোপন সূত্রে সংবাদ পায় যে, ঢাকা জেলার আশুলিয়া থানাধীন জামগড়ায় কতিপয় অস্ত্রধারী সন্ত্রাসী অবস্থান করছে। সংবাদ পেয়ে ২৯/০৪/২০২৫ ইং তারিখ দুপুরে র‌্যাব-৪, সিপিসি-২ সাভার ক্যাম্পের একটি আভিযানিক দল ঢাকা জেলার আশুলিয়া থানাধীন জামগড়া এলাকায় অভিযান পরিচালনা করে। গ্রেফতারকৃত আসামি শীর্ষ সন্ত্রাসী ঘাড়কাটা জুয়েল @ পাগলা জুয়েল (৩৫)’এর সহযোগী শীর্ষ সন্ত্রাসী মো: মাসুদ(৩২)’কে ০১ টি বিদেশী পিস্তল, ০১ টি ম্যাগাজিন, ০৩ টি তাজা গুলি, ০১টি চাইনিজ কুড়াল, ০১ টি চাপাতি, ০১ টি লোহার দা, ০১ টি লম্বা হাসুয়া সহ আটক করে এবং শীর্ষ সন্ত্রাসী ঘাড়কাটা জুয়েল @ পাগলা জুয়েল সহ তার অন্যান্য সহযোগীরা পালিয়ে যায়।

পরবর্তীতে তথ্য প্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অদ্য ০১/০৫/২০২৫ তারিখ রাত ০৩:৩০ ঘটিকার সময়ে র‍্যাব-৪, সিপিসি-২, সাভা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *